![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলুন হই মুক্তমনা
ইদানিং দিনগুলো কখনো উজ্জ্বল রৌদ্র, কখনো দিনকে রাত করে আসা কালবৈশাখীময়...আমার রাত কাটেনা দিনের টানে...দিন কাটেনা রাতের মায়ায়...সন্ধ্যা-বিকাল আসেনা...ভাবনাময় রোদেলা দীর্ঘ দুপুরও কাটেনা...আধো তন্দ্রা আধো জাগরণ...স্বপ্ন দু:স্বপ্নের সে তন্দ্রা কখনও ভাঙে বাসের সিটে...কখনো ভাঙে অফিস ডেস্কে...ঘুমের মাঝে প্রায়ই মনে হয় যেন অনেক উপর থেকে পড়ে যাচ্ছি...পড়ে যেতে যেতে ঘুম ভেঙে যায়...স্বপ্ন যে স্বপ্ন, তা না বোঝা পর্যন্ত স্বপ্নই বাস্তব মনে হয়...স্বপ্নে যদিও রঙ দেখা যায় না...কিন্তু আমি দেখি... প্রিয় নীল রং নদীর জলে নীলাকাশের প্রতিফলন হয়ে তার চোখেও পড়ে...আড়চোখে সে চোখে তাকিয়েও ধরা পড়ে যাই...আমায় বলে 'হুম! দেখছো কি?'...আমি বলি "আধার রাতের জোনাকি...সবই জানো...তোমার থেকে আর লুকাবো কি?"
২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৫
মুক্তমনা অগ্রদূত বলেছেন: তথাস্তু ভাই!
২| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বাহ
৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৫২
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
তবে উদ্দেশ্যবিহীন।
এটাও একটি ধরন।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: আবেগ কমান। তা না হলে দুঃখ পেতে হবে।