নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন মেঘ রৌদ্রকে সাথী করে,কবিতার হাত ধরে এগিয়ে যাওয়ার প্রয়াস

সত্যের জন্য। সবসময়।

মুক্তমনা অগ্রদূত

চলুন হই মুক্তমনা

মুক্তমনা অগ্রদূত › বিস্তারিত পোস্টঃ

...রাখি বন্ধন, বাদশা হূমায়ুন এবং একজন বিস্মৃত রাজপুত রাণী কর্ণাবতী

২৬ শে মে, ২০১৮ রাত ৯:২৭


সন ১৫৩৫...তখন ভারতের রাজপুত সাম্রাজ্য মেবারের সিংহাসনের কর্ণধার রাণী কর্ণাবতী...গুজরাটের সম্রাট বাহাদুর শাহ জাফর রাজপুত সাম্রাজ্য দখল অভিপ্রায়ে আক্রমণ করেন....কর্ণাবতীর ছেলে বিক্রমাদিত্য আগেই গুজরাটের সম্রাট বাহাদুর শাহের কাছে পরাজিত হয়েছিলেন...পরাজয় নিশ্চিত জেনে চিতোরগড় দূর্গে বন্দী রাণী কর্ণাবতী পার্শ্ববর্তী প্রভাবশালী রাজা-বাদশাহদের কাছে সাহায্য চেয়েছিলেন..

বাদশা হূমায়ুন তখন মুঘল সাম্রাজ্যের অধিপতি...তার কাছেও সাহায্য চেয়ে রাণী কর্ণাবতী আগ্রাতে পত্র পাঠান...তিনি হূমায়ুনকে ভাই বলে সংবোধন করেন এবং 'রাখি বন্ধন' ও পাঠান....বাদশাহ হূমায়ুন তখন বাংলাকে শেরশাহের দখল থেকে মুক্ত করতে রওনা হচ্ছিলেন...বাংলা উদ্ধারের সিদ্ধান্ত পরিবর্তন করে সৈন্য-সামন্ত নিয়ে তিনি চিতোরগড়ের উদ্দেশ্যে রওনা হন দূর্গে বন্দী রাজপুতদের রক্ষা করতে...কিন্তু তার পৌছতে অনেক দেরি হয়ে যায়...এছাড়াও বাহাদুর শাহ সম্রাট হূমায়ুনকে নানা ভাবে বিভ্রান্ত করেন...বাহাদুর শাহের সৈন্যদের হাতে নিগৃহিত ও আত্নসম্মান রক্ষার্থে রাণী কর্ণাবতী ১৩,০০০ রাজপুত রমণী সহ আগুনে ঝাঁপিয়ে 'জওহর'/ 'সম্মান রক্ষার্থে আত্নহত্যা' করেন...সেদিন তারিখ ছিলো ৮ মার্চ,১৫৩৫...চিতোরগড় দূর্গে ঘটা তিনটি 'জওহর' এর মধ্যে এটি ছিলো দ্বিতীয় 'জওহর'...১৩০৩ সালে আলাউদ্দীন খিলজীর মেবার আক্রমণ করেন ঠিকই...কিন্তু সেই আক্রমণে রাণী পদ্মাবতীর অস্তিত্ব কিংবা তার 'জওহর' এর ঘটনা ঐতিহাসিক ভাবে কোন শক্তিশালী প্রমাণে প্রমাণিত নয়...সে হিসেবে ঐতিহাসিকভাবে এটি চিতোরগড় দূর্গের প্রথম 'জওহর' এর ঘটনা...

এরপর অবশ্য বাদশা হূমায়ুন, বাহাদুর শাহ কেও শান্তিতে থাকতে দেননি...পুরো ভারত বর্ষ জুড়ে বাহাদুর শাহকে ধাওয়া করেছিলেন...পরিশেষে ১৫৩৫ সালেই মন্ডু সাম্রাজ্য দখল করে হূমায়ুন রাণী কর্ণাবতীর প্রতিশোধ নেন...

রাজ্য,রাজত্ব দখল,বেদখল হয়...সম্রাট,সিংহাসন ক্ষনে ক্ষনে বদল হয়...কিন্তু বাদশাহ হূমায়ুন ও রাণী কর্ণাবতীর হিন্দু-মুসলিম ভ্রাতৃ-ভগ্নী সুলভ এই 'রাখি বন্ধন' ভারতে এখনো লোকগাথা হয়ে আছে...

তথ্যসুত্র:- উইকিপিডিয়া, 'বাদশাহ নামদার'- হূমায়ুন আহমেদ

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪৭

মুক্তমনা অগ্রদূত বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য...নিমন্ত্রণ গ্রহণ করলাম।

২| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪৮

কাইকর বলেছেন: ভাল লিখেছেন।ধন্যবাদ আপনাকে

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

মুক্তমনা অগ্রদূত বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া..

৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: সুন্দর লেখা। অন্য কোন বাদশাহ হলে বলতাম কর্নাবতীর সাথে তার সম্পর্ক ছিল নিতান্তই রাজনৈতিক। শত্রুকে পরাভূত করার উদ্দেশ্যে জোট বেধেছেন। কিন্তু বাদশাহ হুমায়ূনের কথা আলাদা। হুমায়ূন কিছুটা খেয়ালী এবং উদারমনা।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

মুক্তমনা অগ্রদূত বলেছেন: যথার্থ বলেছেন....মোঘল বাদশাহদের মধ্যে তিনিই সব থেকে খেয়ালী ছিলেন..

৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

২৭ শে মে, ২০১৮ সকাল ১১:১২

মুক্তমনা অগ্রদূত বলেছেন: আপনাকেও ভাই ধন্যবাদ পড়ার জন্য!

৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪

ক্স বলেছেন: এই কুখ্যাত 'জওহার' প্রথা কেবল মুসলিম নৃপতিদের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়? হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানোর কাজে এই 'জওহার', 'লাভ জিহাদ' শব্দগুলোকে বেশ সফলতার সাথেই ব্যবহার করতে দেখা যায়।

৬| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:১৪

মুক্তমনা অগ্রদূত বলেছেন: হিন্দুরা ঘৃণা ছড়ানোর জন্য এমনটি করে কিনা জানিনা...কিন্তু দূর্ভাগ্যক্রমে অধিকাংশ 'জওহর' এর সাথেই মুসলিম শাসক জড়িত ছিলেন...

৭| ২৮ শে মে, ২০১৮ ভোর ৬:৪৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: "এই কুখ্যাত 'জওহার' প্রথা কেবল মুসলিম নৃপতিদের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়? "

পরাজয়ের গ্লানি এবং পরিনতি বড়ই ভয়ংকর। আজকের যুগেও তাই হিটলারকে আত্মহত্যা করতে হয়েছে। আর গোয়েবলস শুধু আত্মহত্যাই করেন নি বরং বিষ ইনজেকশন দিয়ে তার পাচজন শিশু সন্তানকেও হত্যা করে যান।

ভারতবর্ষে সম্রাট আকবর পরবর্তীতে হিন্দুদের জন্য ক্রীতদাস প্রথায় কড়াকড়ি আরোপ করেন। তিনি হিন্দু রাজাদের সাথে বিশেষ সম্পর্ক স্থাপন করেন। যার ফলে আস্তে আস্তে হিন্দুদের সাথে মোগলদের সম্পর্ক ভাল হতে থাকে। যার কারনে পরাজিত হলেও হিন্দু নরপতিরা পরাজয় মেনে নিতে কার্পন্য করেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.