নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন মেঘ রৌদ্রকে সাথী করে,কবিতার হাত ধরে এগিয়ে যাওয়ার প্রয়াস

সত্যের জন্য। সবসময়।

মুক্তমনা অগ্রদূত

চলুন হই মুক্তমনা

মুক্তমনা অগ্রদূত › বিস্তারিত পোস্টঃ

উন্মাদীয় সুখের অংক

১৭ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

"একটা সিগারেট নেই?" গলির যে দোকানটাতে চা-টা খাই, ওই দোকানে লোকটার সাথে প্রথম সাক্ষাতে সে এভাবেই আমার কাছে একটা সিগারেট চাইলো...আমি ভাবলাম চিনিনা জানিনা কে না কে এসে সিগারেট চাইলেই হলো...না করে দিলাম...মাথা চুলকে আবোলতাবোল গালাগালি করে লোকটা চলে গেলো...পরে আর একদিন এসে সে এভাবেই সিগারেট চাইলো...আবার না করে দিলাম...এবার লোকটা আমাকে সিগারেটের বাজে দিক নিয়ে উপদেশ দেওয়া শুরু করলো...তাও রীতিমতো পরিষ্কার ইংরেজীতে...দোকানদার কে লোকটা সম্পর্কে জিজ্ঞাসা করলে দোকানদার বললো...লোকটা পাগল...অনেক পড়াশুনা করেছে...ব্যাংকে ভালো একটা চাকরিও করতো...ঢাকায় বাড়ি আছে...কিন্তু কয়েক বছর আগে সম্পত্তি দখলের জন্য ওনার চাচারা মিলে কি খাইয়ে যেন পাগল করে ফেলেছে...সহায় সম্পত্তি সব কেড়ে নিয়ে গেছে...এরপর থেকে এমন পাগল...এর ওর দোকানে কাজ করে দেয়..যে যা দেয় খেয়ে বেচে আছে...নির্ঝঞ্ঝাট ভালো মানুষ...লোকটাকে প্রায়ই দেখি...হাসিখুশি কতো সুখেই যেন আছে...

আজ বিষন্নতায় একটু সুখ প্রশান্তি খুজছিলাম...বাইরের জগত ভুলে আপন জগতে নিমগ্ন থাকা এই পাগলইতো দুনিয়ায় একমাত্র সুখী...এই পাগল লোক থেকেও শিক্ষা নেওয়ার আছে...আমরা নিরর্থক সুখের পিছনে ছুটে চলেছি...আমরা অসুখী...কখনো কাউকে না পেয়ে, কখনো কিছু না পেয়ে...সব ভুলে জীবনটাকে নিজের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা উচিত...কবরের অন্তিম সংগী কেউ হবে না...কারো জন্য, কোন কিছুর জন্য জীবন থমকে রাখা ঠিক না...আত্ন সন্তুষ্টিতে সুখ আপনাই ধরা দিবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: পথিক কি আদৌ ভেবেছিলো! যে একফালি মেঘের ছায়াকে আশ্রয় করে সে দাঁড়িয়ে ছিলো, সে মেঘের বজ্রাঘাতেই তার জীবন নাশ হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.