![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোংরা রাজনৈতিক প্রতিহিংসা গ্রাস করতেছে আমাদের হৃদয়, রাজনৈতিক নোংরা আবেশ ধ্বংস করতেছে আমাদের ব্যাক্তিগত পারিবারিক ও বন্ধুত্ব সর্ম্পক, আসুন সুস্থ ও সুন্দর রাজনীতি করি, দেশকে প্রতিহিংসা মুলক রাজনীতির কবল হতে মুক্ত করি। @সালাহউদ্দীন মুকুল
ব্লগ মানে সুস্থ,সুন্দর, উৎকৃষ্ট মানসম্পন্ন বিনোদনের একটি অন্যতম সামাজিক প্ল্যাটফর্ম, ব্লগকে শুধু মাত্র বিনোদনের জায়গা বললে ভুল হবে, ব্লগ হতে আমার অনেক কিছু শিখতে ও জানতে পারি, আবার নিজেও স্বাধীন ভাবে নিজের মতামত প্রকাশ করতে পারি, কেউ অবসর সময পার করতে, কেউ বিনোদরে জন্য, কেউ ব্যাবসা, কেউ রাজনৈতিক প্রচারের জন্য, কেউ বিভিন্ন সাহায্য ও সামাজিক উন্নয়নের জন্য, ইথ্যাদি উদ্দেশ্যে ব্লগ ব্যাবহার করেন মানুষ।
ভিবিন্ন মানুষ, ভিবিন্ন উপাযে ব্লগ হতে বিনোদন পেতে চায়, কেউ শুধু মাত্র পোষ্ট পড়ে, কেউ পোষ্ট প্রকাশ করে, কেউ শুধু মন্তব্য করে,
ব্লগে দেখা যায় কোন কোন ব্লগার তাদের চিন্তা শুধু কি ভাবে ব্লগে হিট ও জনপ্রিয় ব্লগার হবেন, কি ভাবে বাড়াবেন তাদের পোষ্ট সমুহের লাইক ও হিট সংখ্যা, কি ভাবে নির্বাচিত পাতায় নিজের পোষ্টটি দেখতে পাবেন,
এবার আলোচনা করা যাক আপনি কি ভাবে একজন জনপ্রিয় ও হিট ব্লগার হবেন।
ইদানিং ব্লগে যে ভাবে ব্লগারের মাত্র বৃদ্ধি পাচ্ছে তাতে নিজেকে খুজে পাওয়া মহা মুশকিল, ব্লগে পাঠকের চেয়ে লেখকের মাত্র বহুগুনে বৃদ্ধি পাওয়ায় নিজেকে একজন হিট ও জনপ্রিয় ব্লগার হিসাবে প্রতিষ্টা করা খুবই জরুরী হয়ে পড়েছে,
জনপ্রিয় ব্লগার হতে যা করতে হবে।
ব্লগে যতগুলো সম্ভব বেশী করে একউন্ট তৈরী করুন,
একাউন্ট তৈরী করার সময় বেশ কয়েকটি মহিলা নামে আর কিছু পুরুষ নামে নিক তৈরী করুন,
বেশীর ভাগ নিক ক্লীব লিঙ্গ শব্দ ব্যাবহার করে নিক তৈরী করুন।
ব্লগে যে সব নারী নিক দিয়ে একান্ট তৈরী করবেন , টিক একই নামে ফেসবুকেও একাউন্ট তৈরী করুন, এত আপনার নিকগুলোর সত্যতার মাত্র বহুগুণে বাড়িয়ে দিবে।
যদি পারেন বেশ কয়েটি সেই ফেসবুকে সুদর্শনা নারীর ছবি আপলোড করুন।
যে সব একান্ট নারী নাম ব্যাবহার করবেন মনে রাখবেন সেই সব নিক দিয়ে যখন কোন মন্তব্য বা পোষ্ট দিবেন তখন নারী সুলভ ও নমনীয় ভাষা ব্যাবহার করবেন,
তবে সবচেয়ে যে বিষয়টি লক্ষ রাখবেন ব্লগের মডারেশন প্যানেলের ব্লগারদের চিনে রাখুন এবং যখন তারা পোষ্ট দিবে তখন সাথে সাথে সেই পোষ্ট গিয়ে একের পর এক লাগাতার কমেন্ট করতে থাকুন আর লাইক মারতে থাকুন।
নারী মডারেটরদের সোহাগ সুরে আপু আর পুরুষ মডারেটরদের ভাইয়া বলে সম্ভাষণ করুন। এতে আপনার নিকটি ব্লগের মডারেশন প্যানেলের মডারেটর ও ব্লগ কর্তৃপক্ষের নজরে পড়বে
যদি ব্লগের মডুদের সাথে বন্ধুত্ব ও তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন তা হলে আপনি হবেন মহা আর সুপার হিট ব্লগার। তখন দেখবেন আপনার যে কোন পোষ্ট নির্বাচিত পাতায় প্রকশিত হচ্ছে, এবার মনের সুখে নিজে নিজে আনন্দ উপলব্ধি করুন,
পোষ্ট প্রকাশ করা করান সময় খেয়াল রাখবেন কিছুটা নগ্ন বা অর্ধ নগ্ন বা কোন যৌন উদ্রেক ছবি আপলোড করা যায় কিনা, এবং ব্লগের শিরোনাম দেবার সময় শিরোনামটি যেন উদ্রেক ও উত্তেজক বর্ধক বা উষ্কানি মুলক হয়।
নিজে পোষ্ট দিয়ে নিজের পোষ্টে নিজের অন্য মাল্টি নিক দিয়ে কমেন্ট করতে থাকুন, আর লাইক মারতে থাকুন, এবং নিজের মাল্টি নিক হতে নারী নিক দিয়ে ২/১টা কমেন্ট করুন, লাইক আর কমেন্ট সংখ্যার মাত্র দেখে অন্যব্লগাররা হুমড়ি খেয়ে পরবে আপনার ব্লগের পোষ্টে,
হিট ও জনপ্রিয় ব্লগারের উপকারিতা।
বহুদিন যাবৎ ব্লগে পোষ্ট দিতে দিতে ক্লান্ত হয়ে পরবেন, দেখবেন ব্লগ আর ভাল লাগতেছেনা, একগুয়েমী এসে যাবে মনে, কারণ আপনার পোষ্ট কখনো নির্বাচিত পাতায় যায় না আবার আপনার পোষ্ট কেউ পড়েও না কেউ মন্তব্যও করেনা, যখন হিট ও জনপ্রিয ব্লগার হবেন তখন দেখবেন আপনার ব্লগে কমেন্ট আর লাইক মাত্রার ফুলঝড়ি, তখন ব্লগে নিজেকে একজন সফল আর সতেজ আর উজ্জীবিত ব্লগার মনে হবে।
১০ ই জুন, ২০১৩ রাত ১:৪৫
মুকুল সালাহউদ্দীন বলেছেন: কি শুটকি?
২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
আবুল মোকারম বলেছেন: ঠিকাসে, মাইনাচ
৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩০
প্রিতম মুজতাহিদ বলেছেন: এইরকম দুই নাম্বার ব্লগার হয়ে লাভ নাই । এমন ব্লগার হওয়ার ট্রাই করেন আপনার লেখাই আপনার হয়ে কথা বলবে । আর সস্তা জনপ্রিয়তা দিয়ে মুড়ি খাওয়া ছাড়া আর কোন লাভ হয় না । লেখা মান সম্পন্ন না হইলে , যত জনপ্রিয়ই হন না কেন , এক সময় ঠিকই হারায়ে যাবেন ।
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫
মুকুল সালাহউদ্দীন বলেছেন: আপনার কথা ১০০% সত্য, এই ভাবে দুই নাম্বার হিট ব্লগার হবার কোন মানে হয়না,
কিন্তু ভাই ব্লগে তায় হচ্ছে, কেউ কেউ দুই লাইন লিখে বা দুই একটা ছবি দিয়ে হয়ে যাচ্ছে মারাত্বক জনপ্রিয় আর হিট ব্লগার, আবার কারো কারো অতি উচ্চ মান সম্পন্ন লেখা দিয়েও তাদের কোন পাত্তা নেই।
৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩
অবাধ্য সৈনিক বলেছেন: কথা সত্য
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭
মুকুল সালাহউদ্দীন বলেছেন: সত্যতা উপলব্দি করতে পারার জন্য ধন্যবাদ।
৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আপনার কথার সাথে একমত নই । যারাই শুধু লাইক ও হিট সংখ্যা নিয়ে ভাবে তারা জনপ্রিয় ব্লগার হতে পারেন না । আপনি যেসব পদ্ধতির কথা বললেন সেগুলো করেও কেউ ভাল ব্লগার হতে পারে না । সর্ট টার্মে হলেও লং টার্মে এভাবে ভাল ব্লগার হতে পারবেন না । ধারাবাহিক ভাবে ভাল লিখলেই সেটা সম্ভম । ভাল লিখলে অবশ্যই পাঠকরা পোস্ট পড়বে ।
আপনার তো প্রিয় পোস্টের তালিকায় সব নিজের পোস্ট । ব্যাপক অবস্থা।
শুঁটকি মাছ বলেছেন: খুবই ফাউল পোস্ট!!!!
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬
মুকুল সালাহউদ্দীন বলেছেন: আপনিও সত্য কথা বলেছেন, আপনার যুক্তি মানতেছি, কিন্তু ব্লগে তাই হচ্ছে, আপনি নিজে খুবই গভীর ভাবে পর্যবেক্ষণ করুন দেখবেন সত্য কিনা ।
৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: ফালতু ...
৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫
বিডি আমিনুর বলেছেন: খুব দরকারি পোস্ট, স্টিকি করা হোক ।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:৩১
মুকুল সালাহউদ্দীন বলেছেন: ষ্টিক করার দাবী তোলায় ধন্যবাদ।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
মুকুল সালাহউদ্দীন বলেছেন: যদিও বুজতে পারতেছি আপনি উপহাস করেছেন, সরি যদি দুঃখ পান আমার কোন কথায়।
১০| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯
তুষার আহাসান বলেছেন: কি লাভ (হিট)জনপ্রিয় হয়ে?
১০ ই জুন, ২০১৩ রাত ১২:১০
মুকুল সালাহউদ্দীন বলেছেন: এই ভাবে হিট জনপ্রিয় হবার কোন মানে হয়না, আমিও একমত, কিন্তু তায়তো হচ্ছে।
১১| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:১২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হিটাকাঙ্খি ব্লগারদের মুখে জুতা ...
ব্লগিং করতে আসছি , হিট কামাইতে না।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:২০
মুকুল সালাহউদ্দীন বলেছেন: সম্পুর্ণ এক মত, এবং ১০০% যু্ক্তি মুলক কথা, ভাল করে খেয়াল করুন ব্লগে কিন্তু এই সমস্ত ভুয়া জনপ্রিয় ব্লগার অনেক আবার তাদের লেখাগুলো নির্বাচিত পাতায় প্রকাশিত হচেছ, এমন একটি পোষ্ট আমি পেয়েছি , কিন্তু আমি ঐ ব্লগার কে অপমানিত করতে চায়না, আমি যতদুর জানি ঐ ব্লগার মডারেশন প্যানেলের মডারেটরদের পরিচিত,
১২| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৯
তামীল০০৯৬ বলেছেন: অল্পের জন্য আপনার ব্লগে বেশী হিট পড়ে নাইকা।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৩
মুকুল সালাহউদ্দীন বলেছেন: কিন্তু আমি হিট বা জনপ্রিয় ব্লগার হতে চায় না, তাছাড়া জনপ্রিয় ব্লগার হবার মত যোগ্যতা আমার নেই।
১৩| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৯
খাটাস বলেছেন: প্রথম কথা আপনি যেসব পোষ্ট প্রসব করেছেন, তাতে খুব বেশি রেসপন্স পান নি বোঝা যাচ্ছে। আপনার কথায় বোঝা যায় আপনি জনপ্রিয় হউয়ার আশা নিয়ে লিখতেন, যাতে বেরথ হয়েছেন।
আমি বলার আগেই অদ্বিতীয়া আমি বলেছেন: আপনার তো প্রিয় পোস্টের তালিকায় সব নিজের পোস্ট । ব্যাপক অবস্থা।
ব্লগ এ সবাই বিভিন্ন বিষয় শেয়ার করে আলোচনা করে। যার আলোচনা যুক্তি যুক্ত তারা এমনিতেই অন্য ব্লগারের ভালবাসা অর্জন করেন। আপনার পোষ্ট এ আমি মাইনাস দিব না।
একটা কথা, " দৃষ্টি ভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।"
১০ ই জুন, ২০১৩ রাত ১:৩৫
মুকুল সালাহউদ্দীন বলেছেন: যখন আমি যে পোষ্ট প্রকাশ করি তাতে আমি কখনো রেসপন্স পায়না, কারণ অতিরিক্ত রেসপন্স পাবার মত লেখার যোগ্যতা আমার নেই, তবে আমার এই লেখাটি কারো কারো খুবই খারাপ লাগার কথা, কারণ টা কি আপনি নিজেও বুজতে পারতেছেন।
১৪| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ব্রাদার , সিন্ডিকেট সব জায়গায় ...
তাই , খিয়াল কইরা
১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৯
মুকুল সালাহউদ্দীন বলেছেন: ব্লগেও সিন্ডিকেট, সত্তি আবাক বিষয়, আমি আগেও জানতাম এই ব্যাপারে।
১৫| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৮
অনিক্স বলেছেন:
১০ ই জুন, ২০১৩ রাত ১২:৩০
মুকুল সালাহউদ্দীন বলেছেন: চিহ্নটির মর্ম ভাল করে অনুভব করতে পারতেছিনা।
১৬| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার লাস্ট পোস্টটা নির্বাচিতে যায়নাই(খুব পিটাইতে মন চাইসিলো),তবু নির্বাচিতের অনেক পোস্টের তুলনায় হিট বেশী পড়সে হুহ হুহ ।
নেক্সট যে পোস্ট ছাড়বো, ওটাও নির্বাচিতে যাবেনা কিন্তু মারাত্মক হিট খাবে গ্যারান্টি দিয়ে গেলেম ||
১০ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩
মুকুল সালাহউদ্দীন বলেছেন: আপনার ব্লগে গুরে দেখলাম প্রথম ৩/৪ টি পোষ্ট দেখেছি, আরো দেখবো পরে সময় পেলে, আমি জানিনা আপনার পোষ্ট নির্বাচিত পাতায় প্রকাশিত হয়েছিল কিনা, তবে আমার মতে উচু মানসম্পন্ন ও তথ্য নির্বর আপনার পোষ্ট গুলো যা নির্বাচিত পাতায় প্রকাশিত হবার মত।
মাত্র গত কয়েক দিন আগে একটি পোষ্ট দেখেছি খুবই নিন্ম মানের ও কোন রকম তথ্য বা বক্তব্য কিছুই ছাড়া তারপরও ঐ পোষ্টটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে, এই ব্যাপারে আমার সাথে ঐ ব্লগারের সাথে কিছুটা উতপ্ত বাক্য মিনিময় হয়ছিল, পরে আমার এক বন্ধুর নিকট জানলাম ঐ ব্লগার মডারেশন প্যালের সাথে পরিচিত।
১৭| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৫২
বটের ফল বলেছেন: হিট চাইনা, চাইনা কোন ক্যাচাল, কারো কটাক্ষ বাণী। আর তাই পোষ্ট করিনা।
খালি কমেন্ট করি।
আমি লিখি মনের আনন্দে, কাউকে পড়ানোর জন্য না, হিট কামানোর জন্যও না।
১০ ই জুন, ২০১৩ রাত ১:০০
মুকুল সালাহউদ্দীন বলেছেন: একবার এক নারী ব্লগার পেয়েছিলাম, তার ব্লগে দেখলাম প্রতিটি পোষ্টে ৫০/৬০টির উপর লাইক আর ২৫০-৩০০ এর মত কমেন্ট, আর হাজারো উপর হিটিং ।
এই অবস্থা দেখে আমি তার সাথে কৌতুহলী হয়ে পরিচিত হবার অনেক চেষ্ট করি, কিন্তু তিনি কোন অবস্থায় আমার সাথে পরিচিত হবার আগ্রাহ প্রকাশ করেনি,
পরে বুঝলাম আসলে ঐ ব্লগার একজন ভুয়া নারী নিক নামধারী পুরুষ, যাষ্ট জনপ্রিয় পাবার আশায় এই নারী সেজেছে মাত্র। ঐ ব্লগারের কমেন্ট গুলো খুবই নমনীয় ও নারী সুলব, পড়ে মনে হয় সত্তি সত্তি নারী।
১৮| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:০৩
হ্যাজাক বলেছেন: বাহিরে গরম , ব্লগেও যদি গরম খাই , যামু কই
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১৫
শুঁটকি মাছ বলেছেন: খুবই ফাউল পোস্ট!!!!
মাইনাস!!!!!!!!!!!