![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোংরা রাজনৈতিক প্রতিহিংসা গ্রাস করতেছে আমাদের হৃদয়, রাজনৈতিক নোংরা আবেশ ধ্বংস করতেছে আমাদের ব্যাক্তিগত পারিবারিক ও বন্ধুত্ব সর্ম্পক, আসুন সুস্থ ও সুন্দর রাজনীতি করি, দেশকে প্রতিহিংসা মুলক রাজনীতির কবল হতে মুক্ত করি। @সালাহউদ্দীন মুকুল
আরবী সুরের আকাশে কোকিলের মত মধুর মুর্চনার আনন্দ ছড়াচ্ছে শিশু শিল্পী হালা-আল-র্তুক নামে এই মধুর ময়ুরীটি, হালা-আল- র্তুক নামে এই শিশু শিল্পটির জন্ম ১৫ ই মে ২০০২ সালে বাহারাইনে। হালা-আল- র্তুক ২০১১ সালে বিখ্যাত আরবী টিভি চ্যানেল (Middle East Broadcasting Center) MBC চ্যানেল একটি গানের প্রতিযোগিতায় Arabs' Got Talent অনুষ্টানে অংশ নেন। সেই প্রতিযোগিতায় সে ভাল অবস্থানে যেতে না পারলেও তার একটি গান আরব বিশ্বর প্রতিটি মানুষের হৃদয়ের ভাসিয়েছেন সুরের মুর্চনায়, গানটির প্রথম শিরোনাম -( আই লাভ ইউ মামা ) তার এই গানটি আমি কুয়েতের মানুষের কাছে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, শুধু কুয়েতে নয়, ইউটিউবে এই গানটি ভিসিটর সংখ্যা দেখে বুঝা যায় কত জনপ্রিয়তা পেয়েছে এই গানটি, গাড়ীতে, র্মাকেটে, হোটেলে, বড় শফিং মলে যে খানে যায় প্রায় শুনা যায় এই ( আই লাভ ইউ মামা) গানটি।
গানটি সাথে তার সহকন্ঠ শিল্পী ছিল সৌদিয়া আরবের (মাশেল), গানটি আপনি নিজেও শুনে দেখুন আশাকরি ভাল লাগবে।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
মোমেরমানুষ৭১ বলেছেন: গানটা চমৎার লাগল, কিন্ত ডাউনলোড প্রবলেমে ভুগতেছি। তাই ডাউনলোড দিতে পারছি না
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
সাইলেন্সার ৭১ বলেছেন: আয় হায়... আরবী হুজুররা এই শোনে !!!
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ডাউনলোড করতেছি । আসলেই ভাল মনে হচ্ছে ।