নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

র্দুনীতি মুক্ত বাংলাদেশ চায়।

আসুন উষ্কানী মূলক রাজনৈতিক বক্তব্য পরিহার করি।

মুকুল সালাহউদ্দীন

নোংরা রাজনৈতিক প্রতিহিংসা গ্রাস করতেছে আমাদের হৃদয়, রাজনৈতিক নোংরা আবেশ ধ্বংস করতেছে আমাদের ব্যাক্তিগত পারিবারিক ও বন্ধুত্ব সর্ম্পক, আসুন সুস্থ ও সুন্দর রাজনীতি করি, দেশকে প্রতিহিংসা মুলক রাজনীতির কবল হতে মুক্ত করি। @সালাহউদ্দীন মুকুল

মুকুল সালাহউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

যদি আজ একজনহিন্দু আমাদের জাতীয় পতাকার উপর দাড়িয়ে পুজা করে তখন আমাদের অনুভুতিটা কেমন হবে?

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৭

যদি আজ এজন হিন্দু আমাদের জাতীয় পতাকার উপর দাড়িয়ে পুজা করে তখন আমাদের অনুভুতিটা কেমন হবে?
নামায বড় নাকি নিজ দেশের জাতীয় পতাকা বড়? র্ধমীয় দৃষ্টিতে নামায আর জানামাজ যেমন অতি পবিত্র আর গুরুত্ব পূর্ণ , তেমন স্বাধীনতা আর জাতীয়তার প্রশ্নে জাতীয় পতাকা হল একটি অতিগুরুত্বপূর্ণ আর পবিত্র জিনিস, কোন অবস্থায় একটি ছোট করে আর একটি বড় করা যাবে না, কিন্তু দুঃখ জনক চট্টগ্রামের সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ চলাকালে এক বাংলাদেশী সমর্তক জাতীয়পতাকার উপর দাড়ীয়ে নামায আদায় করেন, ছবিটা দেখে কি মন্তব্য করবো বুঝতে পারছিলাম না, কারণ আমার কাছে নামায, জানামাজ, জাতীয়পতাকা সবই সমান আর সবই গুরুত্ব পূর্ণ,
ঐ ব্যাক্তির যে জাতীয় পতার উপর দাড়ীয়ে নামাজ পড়ছেন, তার সেই ছবি দেখে আমার মনে একটি প্রশ্নর প্রশ্নের জন্ম দিল।
প্রশ্নটি হল -
১) যদি আজ একজন হিন্দু আমাদের জাতীয় পতাকার উপর দাড়িয়ে পুজা করে তখন আমাদের অনুভুতিটা কেমন হবে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩১

রেজওয়ান করিম বলেছেন:
আপনার কথাটা পুরোই মিথ্যা ও ভিত্তিহীন..... ছবিটি দেখুন। ভালোভাবে দেখার জন্য ভিডিওটি দেখুন
CTG BD & S AFRICA CRICKETER EID JAMAT

২| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১:১৬

বাংলার জামিনদার বলেছেন: জাতীয় পতাকা একটা দেশের সর্বোচ্চ অর্জন এবং সন্মানের জিনিষ। কোনো অবস্থাতেই, কোনো অযুহাতেই তা পদদলিত করা যাবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.