![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
পশ্চিম আফ্রিকান খৃস্টান অধ্যুষিত দেশ অ্যাঙ্গোলায় নিষিদ্ধ করা হয়েছে ইসলাম। এরা ইসলামকে ধর্ম হিসেবে মানতে নারাজ। ভেংগে দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা এবং মুসলমানদের বিভিন্ন কার্যক্রমে বাঁধা দেওয়া হচ্ছে। মোট জনসংখ্যার শতকরা তিনভাগ মুসলমানদের উপর এ অত্যাচারে নির্বাক বিশ্ববাসী, মানবাধিকার সংগঠনগুলোও যেন মানবাধিকারের সংজ্ঞা নিরূপণে ব্যস্ত। সবচে বড় কথা, মুসলিম প্রভাবশালী দেশগুলোও নীরব। মুসলিম বিশ্বের সংগঠন ওআইসি তো ‘oh I see’ হয়ে আছে বহুদিন ধরে। তাহলে বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য ওআইসি’র কী করার কিছুই নেই?
প্রভাবশালী মুসলিম দেশগুলোও কী কোন উদ্যোগ নেবেনা। নাকি ভোগ-বিলাসে মত্ত থেকে এরা এভাবে বিশ্বের মুসলমানদের এভাবে মরতে দেবে? কাশ্মীর-ফিলিস্তিন-মায়ানমার-অ্যাঙ্গোলা আর কত কেঁদে মরবে বিশ্ব মানবতা?
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: আমার মনে হয় এসব দাজ্জালের কাজ , মুসলিম সব এক হও
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
নিজাম বলেছেন: এসব সমগ্র মুসলমানের কর্মফল। আমরা যদি আল্লাহর হুকুমের উপর উঠতে না পারি তবে এমন পরিণতি আমাদের উপরও অবশ্যম্ভাবী। হে মুসলমানগণ এখনও সময় আছে, সতর্ক হোন। নতুবা সমগ্র মুসলমান ধ্বাংস অনিবার্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
সাইবার অভিযত্রী বলেছেন: The whole world is going same way, nothing to do .