![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
ভেবেছি একটি ছড়া লিখব
ভালবাসার,
কলম বলল, হারিয়েছে সে
জগত পার।
নইলে কিভাবে পুড়িয়ে মারি
আমার ভাই,
জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করতে
আমরা চাই।
গণতন্ত্র নিয়েই লিখি
কেমন হয়,
বলল কলম, সেতো প্রহসন
নামেই রয়।
গণতন্ত্র যেন হাইফার মার্কেটের
সাইন-বোর্ড,
ঝকমকে সব গাড়ীর মেলা
টয়োটা-ফোর্ড।
চারদিকে শুধু শুনি চিৎকার
মানবতার,
ধ্বংস করেই উল্লাস করে
কোন নাচার।
গণের টাকায় জন চড়ে
দামী গাড়িটিতে,
জনগণ সেই আটকে আছেই
বড়শিতে।
ক্ষমতা পেতেই করছে দু’জন
টানাটানি,
স্বার্থটা কি- হচ্ছেনা কেন
মানামানি?
স্বার্থ ওটাই- আরাম কেঁদারা
লুটপাট,
পেতেই হবে- তাইতো সবার
আঁটঘাট।
কেউবা দেয় ধর্মের বুলি,
দেয় মতবাদ নব্য,
আমরা আসলে হচ্ছিটা কি,
সভ্য না অসভ্য।
©somewhere in net ltd.