![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
মিশেছিল সব নদী, সব প্রাণ যাতে,
বিজয়ের এই ক্ষণ-
জাগরূক অনুক্ষণ
বিজয়ের সুঘ্রাণ, মুক্ত প্রভাতে।
জেগে থাকা শ্রদ্ধার নিয়ে ফুলঝুরি,
যারা দিয়ে গেছ প্রাণ-
সেই ত্যাগ অম্লান
বিজয়ের ক্ষণে আজ তোমাদের স্মরি।
যারা এনেছিলে জয়, হাতে হাত রেখে,
করে সেই সংগ্রাম-
মুক্ত শহর গ্রাম
সালাম জানাই তব, অন্তর থেকে।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮
একজন সৈকত বলেছেন:
"মিশেছিল সব নদী, সব প্রাণ যাতে,
বিজয়ের এই ক্ষণ-
জাগরূক অনুক্ষণ
বিজয়ের সুঘ্রাণ, মুক্ত প্রভাতে।"-----------
অনেক চমৎকার, অনেক সুন্দর!
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।