নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

দেশজুড়ে আজ অনেক খুনী

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

কেউ করিছে ছুরি মেরে

কেউবা ছুঁড়ে বোমা,

আক্রান্ত চিৎকার করে

কাতর স্বরে ও-মা।

কেউবা করে গুলি মেরে

বুলেট ফুটে ফশ,

কেউবা আবার হিসেব করে

কত্ত হল যশ।

কেউ করে খুন হুকুম দিয়ে

কেউবা করে পালন,

আমজনতা খুনী হবে

করে তাদের লালন।

পা চাঁটারা আলোয় বসে

হিসাব দিয়ে যায়,

কত্ত গেলো কত্ত এলো

কার কি আসে যায়।

আর যারা নেই খুনের সাথে

বিবেক করে খুন,

এড়িয়ে যাবার নেইতো উপায়

দোষ কি তবে গুণ।

দেশজুড়ে আজ অনেক খুনী

যত্ত বলি ভাই,

এড়িয়ে যেতে চাইলেও তো

কোন উপায় নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.