নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

মাধবী লতার মত তুমি এসেছিলে

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

মাধবী লতার মত তুমি এসেছিলে

আমার স্বপ্নগুলো জড়িয়ে,

দীন হীন হয়ে আমি ঘুরছিলাম যবে

আমার পথের দিশা হারিয়ে।



আমায় দেখালে তুমি নতুন স্বপন একে

স্বপ্নভাঙ্গার ক্ষত হটিয়ে,

দুঃখের প্রভাবটুকু নিংড়ে বাহির করে

সুখের আবেশটুকু জড়িয়ে।



আমায় শেখালে তুমি, নতুন করে বাঁচা

দুঃখ দুর্দশা ভুলিয়ে,

ধ্বংসস্তূপ ভেঙ্গে ভিত্তিও গড়া যায়

মায়ার পরশটুকু বুলিয়ে।



তারপর একদিন যখন দাঁড়িয়ে আমি

আমার হাতটি ক্ষণে বাড়িয়ে,

বিদায় বললে তুমি, অশ্রু গোপন করে

হাতটি আমার দিলে ফিরিয়ে।



বললে সিক্ত স্বরে এসেছিলাম আমি

তোমার হিম্মত দিতে ফিরিয়ে,

একটি কথা শুধু বলতে পারলাম আমি

হবেনা তা তোমায় এড়িয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

অদিব বলেছেন: ভালো লেগেছে! :) :) :)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

জেমস বন্ড বলেছেন: কবিতা ভাল হয়েছে তবে শব্দ বচনের গঠনমালা চলিত এবং সাধু ভাষায় দিয়ে আবেগ কমিয়ে দিচ্ছে । যেমন -

বললে সিক্ত স্বরে এসেছিলাম আমি
তোমার হিম্মত দিতে ফিরিয়ে,
একটি কথা শুধু বলতে পারলাম আমি
হবেনা তা তোমায় এড়িয়ে।

বুঝেছেন :) । লেখায় ভাললাগা , শিরোনাম চমৎকার

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ, সুপরামর্শের জন্য।

আগামীতে আরো ভাল করতে চেষ্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.