নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

যদি ভাব সমীরণে নাও সবে নিঃশ্বাস

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

আল্লাহ্‌র সৃষ্টিতে যদি থাকে বিশ্বাস,

যদি ভাব সমীরণে নাও সবে নিঃশ্বাস।

এক আকাশ তলে সবে করো নিজ বিস্তার,

রাখো যদি বিশ্বাস পরকালে আস্থার।



এক নবী আহমদ মান যদি রাহবার,

আবুবকর ওসমান উমর আলী হায়দার।

ঈমানে আমলে যদি থাকে তব আস্থা,

বেচে নাও তবে কেন এই ভুল রাস্তা।



সৃষ্টিরে ভালবাস যদি চাও আল্লায়,

নত কর তব শির এক সেই স্রষ্টায়।

মিথ্যের পিছে কেন ছুটে চল হরদম,

সত্যের পথে চলা কেন এত দূর্গম।



অর্থের লোভে পড়ে কর হানাহানি সব,

দিনশেষে কোথা যাবে তোমার বিত্ত-বিভব।

ক্ষমতার বাহাদুরি থাকবেনা চিরদিন,

প্রাণবায়ু উড়ে গেলে তুমি তো মূল্যহীন।



একবার ভেবে দেখে সৎপথে চলতে,

আসল সত্যকথা একবার বলতে।

কমবেনা বেশি কিছু যাবেনা তো হারিয়ে,

নিস্তার মিলবে যে ইহকাল পেরিয়ে।



ভন্ডামি ছেড়ে যদি আস সোজা রাস্তায়,

না বিকায়ে নিজ মন এত বেশি সস্তায়।

যেদিন করবে তুমি ও জগতে প্রস্থান,

রেখে যাবে এ ধরায় তোমার অবস্থান।



প্রার্থনাঃ

কুহেলিকা ছেড়ে যেন তোমার পথ ধরে,

যেতে পারি পার হয়ে তোমার রহম পরে।

নিজ গুণে ক্ষমা কর গাফুর রাহীম,

ক্ষমা ও দয়ার তুমি সাগর অসীম।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

মুদ্‌দাকির বলেছেন: পড়তে পারেন আল্লাহের মানবিক গুনাবলী

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ, পড়ে দেখব।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

এম এ কাশেম বলেছেন: চমৎকার ভাই..........।
অনেক ভালো লাগলো,
শুভ কামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

খান ইখতিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকেও।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

এম এ কাশেম বলেছেন: চমৎকার ভাই........।
অনেক অনেক শুভ কামনা।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

এম এ কাশেম বলেছেন: চমৎকার...............।
অনেক সুন্দর
শুভ কামনা.........

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

বেলা শেষে বলেছেন: الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ

good poems.

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

খান ইখতিয়ার বলেছেন: গাফুরুর রাহীম আল্লাহ তুমি, শ্রেষ্ট পরওয়ারদেগার,
তোমারি দয়ার নাই সীমা নাই, করুণা তোমার অপার।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

বেলা শেষে বলেছেন: Assalamualikum. good-super good- thenk you very much.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.