![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
আমি জানতাম
কোন এক শিশির ভেজা ভোরে
তুমি আবারো জানতে চাইবে
সেই পুরনো কথাটি
আমি আবারো মুছকি হেসে এড়িয়ে যাব
সেই আগেরই মত।
আমি জানতাম
কোন এক বৃষ্টিস্নাত দিনে
তুমি পুরনো স্মৃতিগুলো
আমায় স্মরণ করিয়ে দিয়ে
জানতে চাইবে সেই কথাটিই,
আমি তোমায় বৃষ্টিঝরা
এক সন্ধ্যার গল্প শোনাব।
আমি জানতাম
কোন এক রৌদ্রকর দিনে
ঘেমে নেয়ে শ্রান্ত হয়ে
ক্লান্তির বাহানা দিয়ে
তুমি আবারো সেই প্রসঙ্গ উঠাবে,
আমি তোমায় বিশ্রামের কথা বলে
আবারো হারিয়ে যাব।
আমি জানতাম
কোন এক চন্দ্রমুখর প্রথম প্রহরে
চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ
তোমার নিঃশব্দ হাসিতে ভুলিয়ে
আবারো জানতে চাইবে,
আমি রূপালী জ্যোৎস্নায় ডুবে গিয়ে
তোমায় ভুলে যাব।
তুমি তো জানই
বইচি ফুলের মালা আমায় টানলেও
কোন বাঁধনে জড়াতে পারেনা
আমি শরতের শ্রীকান্ত,
তুমি কী রাজলক্ষী হবে?
©somewhere in net ltd.