নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেরণা দিয়েছ, শক্তি দিয়েছ, নিঃস্ব করনি আমায়

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

প্রভু আমার,

প্রেরণা দিয়েছ, শক্তি দিয়েছ, নিঃস্ব করনি আমায়,

নে’মত দিয়েছ শত সহস্র, তবু কেন ভুলে যাই।



দিনেরে করেছ আলোকিত আর রাতেরে করেছ কালো,

কালোর মাঝেই বাড়াতে শোভা হাজার প্রদীপ জ্বালো।

কালো আকাশেতে শত তারা জ্বলে, ছড়াতে স্নিগ্ধ আলো,

ছোট জোনাকীটা মিটমিট করে, বলে আল্লাহ বলো।



জোছনা আলোয় প্লাবিত করে ছোট্ট একটি চাঁদ,

ভোর হতে পূবে সূয্যিটা এসে, ভেঙ্গে দেয় অবসাদ।

সারাদিন দেয় তাপ আর আলো গোধূলীতে যায় ঘুমে,

পশ্চিমাকাশে হারাতে হারাতে ধরা স্পর্শ চুমে।



সমীরণ আসে শীতলতা নিয়ে, বারতা শান্তির,

তাপদাহে জ্বলে আকুলিত তনু ,শ্বাস ফেলে স্বস্তির।

আসে বারি তব রহমত নিয়ে, জীবে দেয় নব প্রাণ,

না হলে সে বারি বেশিটা সময় ধরা করে আনচান।



বিদ্যে দিয়েছ, বুদ্ধি দিয়েছ, দিয়েছ অনেক শোভা,

নে’মত দিয়েছ শত সহস্র, তবু কেন আমি বোবা।



খুঁজেছি কত যে সাগরের তল, পেয়েছি মুক্তো রাশি,

দিয়েছি কত যে মহাদেশ পাড়ি, লৌহখন্ডে ভাসি।

মৎস্য মেটায় ক্ষুধার অন্ন, পেতে রাখা জালে আসি,

সাগর খুঁজিয়া করেছি তো জমা, রত্ন রাশি রাশি।



মৃত্তিকা মাঝে লুকিয়েছ কত তরল কঠিন সোনা,

কতই বা আমরা জেনেছি এখনো, বেশীই তো অজানা।

সেই অজানারে জয় করতেই, খাটছি দিবা রাতি,

তোমার দেয়া মেধাই তো তার যোগিছে প্রদীপ-জ্যোতি।



এতোকিছু পেয়ে ভুলে আছি প্রিয়, সকরুণ অপরাধ,

মার্জনা মাগি সে সাহস নেই, তুলি মোর দুই হাত।

জেনেছি তোমার অজস্র দয়া, দিকে দিকে বহমান,

করবে কী ক্ষমা, নিজ দয়াতেই হে রহীম রহমান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.