![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
তোমাকে দেখব বলেই আমি সাগর দিয়েছি পাড়ি,
তোমাকে দেখব বলেই আজ চাঁদের সাথে আঁড়ি।
তোমাকে দেখব বলেই আজ মনেতে উচ্ছ্বাস,
তোমাকে দেখার আশায় আজ নতুন শ্বাসপ্রশ্বাস।
তোমাকে দেখব বলেই আজ এতো উন্মাদনা,
তোমাকে দেখব বলেই আজ এতো প্রণোদনা।
তোমাকে দেখব বলেই আজ এত্তো লুকোচুরি,
তোমাকে দেখার তরেই আজ সাজিয়েছি মঞ্জরি।
তোমাকে দেখব বলেই পুস্পে নতুন সুঘ্রাণ,
তোমাকে দেখব বলেই আজ ক্ষেতেতে অগ্রাণ।
তোমাকে দেখব বলেই আমি হলাম আত্নহারা,
তোমাকে দেখব বলেই হৃদে প্রেমের ফল্গুধারা।
তোমাকে দেখব বলেই মন এত্তো উচাটন,
আশা নিরাশার দোলাতে যেন দুলছে অগণন।
তোমাকে দেখব বলেই স্বপ্ন গেছে গগণ ছাড়ি,
তোমাকে দেখব বলেই আমি সাগর দিয়েছি পাড়ি।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
বটবৃক্ষ~ বলেছেন:
সুন্দর!!
কিছু বানান ঠিক করে নিলেই হবে।