নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

পারলে আমায় তুই ক্ষমাটা করিস

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

শুধুই বন্ধুতা

বেশি কিছু চাই না তো আর,

ইচ্ছে নেই তোকে

আমার এ রণে জড়াবার।

তুই তো জানিস আমি

কেমন ছন্নছাড়া,

পথে পথে ফিরে চলি

যেন এক ঘরহারা।

সয়না আমায় জানিস

কোন বাঁধন,

করতে পারিনা যেন

কাউকে আপন।

দেখ- তোর পানে চেয়ে

কাটিয়েছি কত বেলা,

অথচ এখন বলি

শেষ হোক এই চলা।

তুই তো আমায় কত

ভীরু বলিস,

অথচ আমার সাথে

কতই চলিস।

কখনো বলিস এই

দুঃসাহসী,

হাসতে হাসতে আমি

ফিরে আসি।

যখন বলিস-

চোখ অশ্রুসজল,

আমি শুধু চেয়ে থাকি

পানি টলমল।

কখনো দেখলে তোর

দুঃখ বিলাস,

আমিও ভুলতে বসি

সাধ অভিলাষ।

যবে দেখি তোর মুখে

চাঁদের হাসি,

বলতে ইচ্ছে করে

দিসনে ফাঁসি।

একী প্রেম, জানিনা গো

জানে নিরাকার,

তোর চোখ অবসরে

ভাবি বারবার।

যখন ভাবতে বসি

আমার জীবন,

মানতে পারিনা তোর

এ সহমরণ।

দূর থেকে বলি তাই

ভালোই থাকিস,

পারলে আমায় তুই

ক্ষমাটা করিস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.