নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

হে প্রভূ আমার

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

বুঝতে যদি নাই বা পার

দুঃখ ব্যথা ভার,

কেমন তুমি অন্তর্যামী

হে প্রভূ আমার।

পাপ যদিবা নাইতো করি

করবে কাকে ক্ষমা,

তোমার রহম করম সবই

থেকে যাবে জমা।



হস্ত যদি নাইবা তুলি

দেবে কাকে ভরে,

বুঝনা যে কেন তুমি

কী আছে অন্তরে।

গলা ছেড়ে বলে-বল

কীইবা হবে আর,

জান তুমি সবই খোদা

অন্তরে আমার।



রুক্ষ্ণ পথে চলতে গিয়ে

মনটা তারও বেশী,

লড়তে গিয়ে দুঃখ জরায়

যুঝতে দিবা নিশি।

হারিয়েছি বিশ্বাস আর

হারিয়েছি দিশা,

গোলকধাঁধায় ঘুরছি যেন

শুধুই অমানিশা।



জানই তুমি সুখের সময়

স্মরিনা তোমায়,

দুঃখ এলেই সবটা ছেড়ে

তোমার পানে চাই।

নাম যে আছে তোমার জানি

একটা ক্ষমাশীল,

তাইতো চেয়ে তোমার পানে

আছে আমার দিল্।

রহমান আর রহীম বলে

ডাকি গো তোমায়,

একটু যদি দয়া কর

আমার তরে হায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

নূর আদনান বলেছেন: ভাই এটাকি আপনার লেখা, খুব খুব ভাল হইছে....সত্যিই খুব ভাল লাগলো
চালিয়ে যান বিখ্যাত হবার সমুহ-সম্ভাবনা আছে............

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

নূর আদনান বলেছেন: ভাই এটা কি আপনি লেখছেন? খুব খুব ভাল হইছে....সত্যিই খুব ভাল লাগলো।
অন্তমিল হয়েছে ভাল.....
চলিয়ে যান অখ্যাত থেকে বিখ্যাত হওয়ার সমুহ-সম্ভাবনা আছে

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

নূর আদনান বলেছেন: মন্তব্য করি আসে না ক্যান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.