নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

মিলাদুন্নবী

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

তিমির রাত্রি যেন কলহ বিভোর,

উঠবে কি দিবাকর আসবে কি ভোর।

দীনহীন মানবতা থমকে দাঁড়ায়,

মুক্তির দূত কবে আসবেরে হায়।

রিক্ত হস্ত যেন ভীরু চঞ্চল,

সুপথের দিশা পেতে সদা উচ্ছল।

সুভাষিণী সদা পথ ভীরু চোখে চায়,

যেন সে অবাঞ্ছিত পথ না মাড়ায়।

কাব্যের হাট বসে ছন্দ নতুন,

তবুও তাদের দিলে ঘৃণার আগুন।

হানাহানি অনাচার নিত্যদিনেই,

লড়ে তারা কারো সনে অতি সহজেই।

লড়াইটা চলে যেন বছর বছর,

তবু না ফুরাতে চায় শোধের প্রহর।

কন্যারে পুঁতে ফেলে এই নরাধম,

বিভীষিকা চারদিকে হতাশা পরম।

গুমড়ে গুমড়ে কাঁদে পৃথিবী আমার,

বিধাতা রহম কর দাও রাহবার।

এ কালিমা ধুয়ে মুছে যেন দেয় সব,

এ ধরায় দাও তুমি নব কলরব।



তেমনি একটি দিনে হাসল গগণ,

ছড়াল তারকা জ্যোতি যেন অগণন।

শতগুণে বেড়ে গেল রবির কিরণ,

পুস্পেরা ছড়াল তো সুবাস কখন।

কি সুর উঠল জানি বিশ্ব বীণায়,

পাখি গায় নব গান যেন সহসাই।

পুস্পেরা নবরূপে সাজাল বাগান,

সবে মিলে বলে যেন এসো, আহলান।



কা’বার মূর্তি সবে পড়ল ঝুকে,

ধ্বংস তাদের যেন আসছে হেঁকে।

শয়তান তারস্বরে করল রোদন,

ফুরোল যে তার রাজ আর প্রহসন।

সহসা আলোতে ভরে ঘর আমেনার,

তারকারা এলো যেন হয়ে সারেসার।

আসছে নুরের নবী এই দুনিয়ায়,

আলোকিত সব ঐ নুরের প্রভায়।

আলোকিত হল ঐ রোমের প্রাসাদ,

ভেঙ্গে দিল এ ধরার সব অবসাদ।

ভাঙ্গল গম্বুজ কাঁপে কিসরার প্রাসাদ,

বাইতুল্লাহ কেঁপে বিলায় চিত্তপ্রসাদ।

নিভল অগ্নিকুন্ড ঐ পারস্যের,

আগুনের পূজারীরা জমা হলো ফের।

হল কী এমন যেন আজি এ ধরায়,

জুলম-শির্কের মসনদ ভেঙ্গে যায়।

আকাশ আর বেহেশতের খুলে যায় দ্বার,

সারবেঁধে ফেরেশতারা পথে এ ধরার।

সবে মিলে গায় গান মর্মে অধীর,

আজি আগমন হল আখেরী নবীর।

মুক্তির তরী নিয়ে খোদার কালাম,

সবার শ্রেষ্ট জনে জানাই সালাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

আহেমদ ইউসুফ বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগল।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.