নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

এলেনা তো তুমি

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

এল শুক্র এল শনি এল রবি আবার,

সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবার।



সপ্তাহ গড়িয়ে মাসও এলো ফের এলেনা শুধু তুমি,

তোমার স্মৃতিতে দগ্ধ বুকেতে রয়েছি পড়ে আমি।

আবর্তনে ঘুরে ফিরে এল গ্রীষ্ম বর্ষা শরত,

পেলাম না তো সেই তোমাকে খুঁজেও সারা জগত।



বসন্তেরই আগমনে ফুটে কত ফুল ও ফল,

আমার নয়নে উছলে উঠে নব নব বেগে জল।

পত্রপল্লবে সুশোভিত হয় অপরূপা এ ভূমি,

সাজেনা শুধু আমার বাগান নিঃশেষ যেন আমি।



এলেনা তো ফিরে জেগে উঠে বুকে নিঃসীম শুন্যতা,

এই কি তবে এই জীবনের চরম বাস্তবতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

এম এ কাশেম বলেছেন: ধৈর্য্য দরুন,
সবরে মেওয়া ফলে..............
হতাশ হওয়ার কিছুই নেই।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সপ্তাহ গড়িয়ে মাসও এলো ফের এলেনা শুধু তুমি,
তোমার স্মৃতিতে দগ্ধ বুকেতে রয়েছি পড়ে আমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.