নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

নীতি আদর্শে বাঁক

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

জ্বী, জনাব-

সালাম করি কি প্রণাম,

দেশটা যত না এগিয়েছে

তারচে বেশি আপনার সুনাম।



আমরা যেখানে সেখানে রয়েছি

আপনি হ-ছেন ধনী,

ক্ষমতা আপনারে রঙিন করেছে

তাই আপনারে মানি।

মৎস্য বেঁচিয়া আপনি জনাব

হলেন কোটিপতি,

জাল গুলোতেই এখনো বাঁধা

মোর জীবনের গতি।

মাছ ধরিবনা বেঁচিব শুধুই

ধরুক যে যার মত,

কোটি টাকার লোভটা ছাড়া

সহজ নয় তো এত।



জ্বী জনাব-

সালাম করি কি প্রণাম,

জনগণ কী আপনার, নাকি

আপনি জনতার গোলাম।



দেশ সেবাতেই ছিলেন আপনি

ছিলেন জারেজার,

সেই সুবাদেই বেড়েছে আজ

সম্পদ আপনার।

আমরা কিন্তু মাইন্ড করিনি

কে কি বলছে বাদ,

আপনারেই তো আনব আবার

পুরিতে আহলাদ।



জ্বী জনাব-

সালাম করি কি প্রণাম,

নীতি আদর্শ কত্ত শুনে যে

ভক্ত আমরা হলাম।



সাম্যবাদের রঙ্গিন শ্লোগান

গেয়েছিলেন কত,

কই সে সাম্য- এখন দেখি

চলছে যে যার মত।

দেশ চলেছে আগের মতই

আপনার নীতি থাক,

ক্ষমতা বেড়েছে পয়সা বেড়েছে

নীতি আদর্শে বাঁক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.