নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

ফেরাবে তোমার ডাক আমায় ফের

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

কাঠফাটা রোদ্দুরে কখনো যদি আমি থমকে দাড়াই,

ক্লান্তিতে নুয়ে পড়ে শ্রান্ত এ আমি যদি দু’হাত বাড়াই-

ভুলে গিয়ে সহজাত-

বাড়াবে কী দুটি হাত

খুব বেশি জানতে আজ ইচ্ছে করে।

যুদ্ধের ফাঁকে যদি কোন এক অবসরে এসেই আমি,

দেখা নেই কতদিন-যদি জিজ্ঞেস করি কেমন তুমি-

ভুলে গিয়ে অভিমান-

হতাশায় রত প্রাণ

মান ভেঙ্গে দেবে ভালোবাসায় ভরে।



যেটুকু সময় কাটে স্মৃতি আর সুখ ভেবে এই অবেলায়,

জানিনা বুঝেছ কী রাখতে চাইনি আমি এ অবহেলায়-

নিয়তির পরিহাস-

দীর্ঘ হয়েছে শ্বাস

সহসা ফুরোল সীমা এ সময়ের।

সুখের প্রহর শেষে আসবে আবার যবে বিদায়বেলা,

নিয়তির টানে আমি ছেড়েই যাব তব- নয়তো হেলা

লুকিয়ে মনের ঝড়-

হাসবে কী নির্ঝর

ফেরাবে তোমার ডাক আমায় ফের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রথম লাইনদুটি বেশ সুন্দর

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ,মন্তব্যের জন্য

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: লুকিয়ে মনের ঝড়-
হাসবে কী নির্ঝর

ভাল লাগল। স্বপ্নসিড়ির দরজা খোলা ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ, আপনার লিঙ্কটা তো কাজ করছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.