নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

যদি মনে পড়ে তবে এসো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

বন্ধু,

যদি মনে পড়ে তবে এসো।



হয়তো আমি তখন

নীলাচলের উঁচু চুড়ায় দাঁড়িয়ে,

পৃথিবীর বিশালত্ত্বের কাছে নিজেকে হারিয়ে,

নিজেকে অতি ক্ষুদ্র মনে করছি,

আর ভাবছি বিশাল স্মৃতির বেতারে

আমরা কতই ক্ষুদ্র কণা।



নয়তো সাগরের ফেনায়িত জলরাশিতে

নিশ্চুপ মগ্নতায়,

ভাবছি জীবনের উঁচুনিচু ঢেউ গুলোর কথা।



নয়তো স্বাভাবিক জীবন থেকে নির্বাসিত

খাঁচায় বন্দী পশুগুলোর তড়পানি দেখে-

হৃদয়ের তড়পানির কারণ খুঁজছি।



হ্যাঁ, বন্ধু-

আমি এখনো বিমর্ষ হই

পুরনো দিনগুলো ভেবে,

এখনো সেসব স্মৃতি আমায় কাতর করে।

জানিনা তোমায় করে কিনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

এম এ কাশেম বলেছেন: সুন্দর.........।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারন
----------খাঁচায় বন্দী পশুগুলোর তড়পানি দেখে-
হৃদয়ের তড়পানির কারণ খুঁজছি।
অনেক ভাল লাগা রইল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.