নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

হাজার ভীড়েও থাকি ফাঁকা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

গোধূলী বেলায় কভু এখনো ভাবি আমি

এমন হওয়ার কথা ছিলনা,

শ্রান্তির অবসরে নিজেরে প্রশ্ন করি

কেন আজও তুমি র’লেনা।

আকাশের তারাগুলো কখনো গুনতে গিয়ে

ভীড় করে কত শত ভাবনা,

ছোট ছোট স্মৃতিগুলো আশেপাশে হানা দিয়ে

এনে দেয় নিদারুণ যাতনা।

দখিনা বাতাস এলে শরীর জুড়াতে চায়

জুড়াতে চায়না শুধু অন্তর,

সবটুকু কেড়ে নিয়ে জীবনটা ভেঙ্গেচুরে

রেখে গেলে কী এমন মন্তর।

কোন কোন দিন আসে শুধুই বিষন্নতা

হর্ষধ্বনিও লাগে তিতা,

এখনো আটকে আছে আমার কোথাও যেন

তোমারই ছেড়ে যাওয়া ফিতা।

নীলিমাও ভাল লাগে-লাগেনা শুধুই

একা একা এই বসে থাকা,

কখনো ভেবেছ কী-তুমি হীন এই আমি

হাজার ভীড়েও থাকি ফাঁকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম,,,,,,,,ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.