নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু মন

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

কিছু কিছু মন-

শুধু হুতাশন

পেতে চায় দশদিক,

শ্বাস ফেলে বড়-

আঁখি নড়বড়

জগতে যাচে যে ভিক।



কিছু কিছু প্রাণ-

শুধু পিছুটান

ফিরে ফিরে চায় পিছে,

হারানো অতীত-

স্মরণে ব্যথিত

আজকাল যেন মিছে।



কিছু কিছু মেধা-

খুঁজে ফেরে সদা

আজি ও অতীত ঘেটে,

নিংড়িয়ে জান-

পেতে চায় জ্ঞান

রাখে তারা কিছু ঘটে।



কিছু লোভী মন-

ভুলে যায় পণ

ফেলে আসা সব মিছে,

পরেরে ঠকায়-

নিজের ঠেকায়

ভবিষ্যত কি পুঁছে।



আর কিছু হৃদ-

নেই যেন নিঁদ

হেঁটে যায় সমতালে,

আজ যাই পায়-

কাল কিবা চায়

ভাবেনা কি আছে ভালে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮

দালাল০০৭০০৭ বলেছেন: Bhalo

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.