![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
কিছু কিছু মন-
শুধু হুতাশন
পেতে চায় দশদিক,
শ্বাস ফেলে বড়-
আঁখি নড়বড়
জগতে যাচে যে ভিক।
কিছু কিছু প্রাণ-
শুধু পিছুটান
ফিরে ফিরে চায় পিছে,
হারানো অতীত-
স্মরণে ব্যথিত
আজকাল যেন মিছে।
কিছু কিছু মেধা-
খুঁজে ফেরে সদা
আজি ও অতীত ঘেটে,
নিংড়িয়ে জান-
পেতে চায় জ্ঞান
রাখে তারা কিছু ঘটে।
কিছু লোভী মন-
ভুলে যায় পণ
ফেলে আসা সব মিছে,
পরেরে ঠকায়-
নিজের ঠেকায়
ভবিষ্যত কি পুঁছে।
আর কিছু হৃদ-
নেই যেন নিঁদ
হেঁটে যায় সমতালে,
আজ যাই পায়-
কাল কিবা চায়
ভাবেনা কি আছে ভালে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮
দালাল০০৭০০৭ বলেছেন: Bhalo