নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

পুকুরের ঘাটে বসে

২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

পুকুরের ঘাটে বসে রুদ্ধশ্বাসে শুধু

তোমারি অপেক্ষায় কেটেছে বেলা,

যতটাই ভাব শুধু এতটুকু মনে রেখ

তোমায় কখনো আমি করিনি হেলা।

যতটা স্বপন দেখে হেটেছিলাম পথে

এমন হওয়ার কথা ছিলনা,

নয়নে ছলকে উঠা জলকে প্রশ্ন করি

আজো কেন তুমি র'লেনা।



হেটে গেছি বহুদূর স্বপনে স্বপন রেখে

হাতে হাত রাখা আজ হলনা,

পারিনি স্বপ্নগুলো মেলাতে একটি ছকে

হল যেন আজ সব যাতনা।

পরিবার বাঁধা হয়ে দাড়াল পাহাড় হয়ে

বেঁধে দিল পথ যেন দু’জনার,

গড়ে দিতে ব্যবধান করল তৈরী সবে

এক অনতিক্রম্য পারাবার।



আসল নতুন ভোর আয়োজন পুরো হল

তোমাকে চিরতরে হারাবার,

জ্বলল রঙ্গিন বাতি সাজল নতুন দিন

আসল তোমায় সবে সাজাবার।

আলোকিত মঞ্চে বসে আছ যবে তুমি

লাল মেহেদীতে হাত রাঙ্গাতে,

রাঙ্গাচ্ছি রক্ত দিয়ে তখন মন আমার

ঘাটের সে আলো আধারিতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.