![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
অন্তহীন অপেক্ষায়-
এখনো চেয়ে থাকি
তোমার পদচিহ্ন আঁকা
সেই পথপানে,
তোমার চলে যাওয়া-
থেকে থেকে ফিরে চাওয়া
অভিমান ভরা মুখ
এখনো আমায় টানে।
জানালার ধারে বসে
তোমার প্রিয় কবিতাগুলো,
এখনো শুকনো মুখে
আওড়িয়ে যাই,
আলুথালু পায়ে-
ঘুমঘুম চোখে
যদি তুমি চলে আস
এই ভাবনায়।
©somewhere in net ltd.