| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খান ইখতিয়ার
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
অন্তহীন অপেক্ষায়-
এখনো চেয়ে থাকি
তোমার পদচিহ্ন আঁকা
সেই পথপানে,
তোমার চলে যাওয়া-
থেকে থেকে ফিরে চাওয়া
অভিমান ভরা মুখ
এখনো আমায় টানে।
জানালার ধারে বসে
তোমার প্রিয় কবিতাগুলো,
এখনো শুকনো মুখে
আওড়িয়ে যাই,
আলুথালু পায়ে-
ঘুমঘুম চোখে
যদি তুমি চলে আস
এই ভাবনায়।
©somewhere in net ltd.