![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
দ্বিতীয় পর্বঃ মি’রাজ
উর্ধ্ব গগণে প্রথম আকাশে আসলেন মুসাফির,
রুহুল আমিন সকলে জানায় আগমন নবীর।
এসেছেন আজি আখেরী নবী রবের আমন্ত্রণে,
মোবারক হোক যাত্রা তাহার আরশে আজীম পানে।
পিতা আদমে সাক্ষাৎ হল প্রথম আসমানে,
খোশ আমদেদ জানালেন তিনি নবী পূণ্যবানে।
একে একে মিলে সব আসমানে অনেক নবী ও রাসুল,
হাবীবে খোদার আগমনে আজি খুশিতে সবে অতুল।
সাক্ষাত হল হারুন, ইয়াহিয়া ও ঈসা রুহুল্লাহর,
হযরত ইউসুফ, ইদ্রিস আর মুসা কলিমুল্লাহর।
মুসলিম জাতির পিতা ইব্রাহীম শেষ আসমান থেকে,
আপন কুলের গৌরব প্রদীপ হাস্য বদনে দেখে।
সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহায়,
জিবরীল আমিন রাশ টেনে ধরে থমকে থেমে যায়।
করজোড়ে কয়- হে মহামানব এক পাও যাই আর,
আমার নুরের শরীর পুড়িয়া হয়ে যাবে ছারকার।
বোরাক ছেড়ে চড়লেন নবী বাহন রফরফেতে,
এই বাহনটি নিয়ে গেল তাঁকে আল্লাহ্র আরশতে।
আত্তাহিয়াত বলে আল্লাহ্কে নবীর সম্ভোধন,
আল্লাহ্ বলেন হাবীব সনে সালাম অনুক্ষণ।
উম্মত বলে পেয়ারা নবীর কাঁপিয়া উঠিল দিল,
বলেন- প্রভুগো, সালামে তোমার উম্মতও শামিল।
কি হল এই আশেক মাশুকে এই জ্ঞানে কুলুবেনা,
জানেন তাঁর প্রিয় মাহবুব, জানেন গো রাব্বানা।
কুরআন শুধু বলে এটুকু ধনুক ছিলার মত,
মিলে গেল দুই আশেক মাশুক হয়ে গেল একাত্ন।
(চলমান)
প্রথম পর্ব লিঙ্ক
©somewhere in net ltd.