| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খান ইখতিয়ার
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
তৃতীয় পর্বঃ উপঢৌকন
নবীজি পেলেন দীদার শেষেতে আল্লাহ্র উপহার,
উম্মত তাহার নামাজ পড়বে দিনে পঞ্চাশবার।
ষষ্ঠ আকাশে মুসা নবী কন- হে রাসুলদের রাজ,
উম্মত তরে কি নিয়ে যান উপহার করে আজ।
রাসুল বলেন- উম্মত আমার দিনে পঞ্চাশবার,
দীদার করবে আল্লাহ্র সনে মাটিতে দুনিয়ার,
হায় হায় করে হযরত মুসা বলেই দিলেন সোজা,
আপনার উম্মতের তরেই- হবে এটা বড় বোঝা।
জলদি গিয়ে গো আল্লাহ্র কাছে কমিয়ে আনুন তাই,
সালাত আদায়ে উম্মত আপনার কষ্ট যেন না পায়।
দয়াল নবীজি ফিরে যান আবার- রাব্বুল আলামীন,
আমার উম্মতের জন্য সালাত একটু কমিয়ে দিন।
বারেবারে গিয়ে কমিয়ে সালাত পাঁচ ওয়াক্তে নামে,
এই উপহার নিয়েই নবীজি ফেরেন ধরাধামে।
(চলমান)
প্রথম পর্ব লিঙ্ক
দ্বিতীয় পর্ব লিঙ্ক
©somewhere in net ltd.