নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

বিদায় বলোনা তবে বন্ধু আমার

১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬

বিদায় বলোনা তবে বন্ধু আমার

দূরে গিয়েও যদি কাছে থাকা যায়,

হিসেবটা না থাকুক চাওয়া ও পাওয়ার

নাইবা থাকুক কোন দায়।



ধুলোতে মলিন হওয়া গেঁয়ো শিশুকাল

স্বপ্নের আবরণে মোড়া কৈশোর,

ব্যস্ত জীবনটাতে মেঘসম হয়ে

করতেও পারে তব কষ্ট বিভোর।

বয়ঃসন্ধির স্মৃতি কষ্ট গোপন

না বলা অনেক কথা চুপি চুপি মায়া,

কোন ঘোরে পথ চলি জানিনা নিজেও

রঙ্গিন পৃথিবী যেন ছায়া আবছায়া।



একসাথে পথ চলা হল কত দিন

স্বপ্নে রঙ্গিন যবে বয়সে তরুণ,

হাতে হাত রেখে চলা কত মেঠোপথ

স্বপ্নে মেতেছি কত সুখী ও করুণ।

হিসেব রাখিনি কভু চলতে গিয়ে

কেটে গেছে কতদিন মাইল কতশত,

নৌকার পাটাতনে কেউবা শুয়ে

বেয়েছি বৈঠা কেউ শুধু অবিরত।



দিনগুলো কোথা গেল ভাবি বসে একা

পথগুলো হয়ে গেল আজ আঁকাবাঁকা,

মুখরিত দিনগুলো আজ সব স্মৃতি

ঘুরছে ভিন্ন পথে জীবনের চাকা।

মাঝে মাঝে টান পড়ে সেই সুতোটিতে

যে সুতো রেখেছে বেঁধে হৃদয় গভীর,

সেই সুতোটি তো হায় ছিল একদিন

আমাদের সকলের স্বস্তির নীড়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.