![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
দূর হতে ভেসে আসে কোন সুর সুমধুর,
ডেকে যায় নকীব আজ জেগে উঠ নেশাতুর।
নিঁদ ভেঙ্গে জাগো সবে হও রবে প্রেমাতুর,
দু’হাত উঠিয়ে বল কেন হিয়া ব্যাথাতুর।
সেই প্রভু সুমহান বিনে নেই উদ্ধার,
আল্লাহু আকবার।
বলে দাও তার সনে নেই কোন তুলনা,
মেনে নিতে তার তরে নত হতে ভুলনা।
তিনি ছাড়া রব নেই- তিনি জগদীশ্বর,
পাপী-তাপী সম সনে তিনি পরমেশ্বর।
হাবীব তাহার প্রিয় নবী মুহাম্মদ (দঃ),
রাখব স্মরণ তাঁকে করবো মুহাব্বত।
সাক্ষ্য দেই যে সবে- তিনিই নবীর শেষ,
তিনিই সাক্ষ্য মোদের করুণা তাঁর অশেষ।
তিনিই শ্রেষ্ট সবে তিনিই রাহবার,
আল্লাহু আকবার।
এসো সবে মিলে চলি মসজিদ পানে,
নামাজে রবের দীদার বান্দার সনে।
কল্যাণ পথে চল হোক এই যাত্রা,
ভেবে নাও রব সনে এই অভিযাত্রা।
তিনিই কাম্য মোদের তিনিই অধিশ্বর,
আল্লাহু আকবার।
©somewhere in net ltd.