নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

চাইত শুধু জানতে আজি

২৬ শে মে, ২০১৮ রাত ১২:০৪

আমি যখন ছেড়ে যাব এই জগতের আলো,
তখনো কি রাখবে মনে- বাসবে আমায় ভালো।
ছোট্ট ঘরের অন্ধকারে কি যাতনা মোর,
ভেবে কি গো নয়ন হবে অশ্রুতে ভরপুর।

নিত্য পথে চলতে গিয়ে পড়বে কিনা মনে,
এই পথেতে আমিও তো ছিলাম প্রতিক্ষণে।
তোমায় ছাড়া কাটতোনা যার সকাল কিবা রাতি,
কেমন আছে তোমায় ছেড়ে আজকে তোমার সাথী।

রাত বিরাতে চমকে উঠে টেনে নিতে যারে,
আজ কিভাবে রাতটি কাটে- ভুলেই আছ তারে।
কবর দেশের অচীন গুহায় আজ একেলা আমি,
দিন বলে তো নেই কিছু নেই সবটা শুধু যামী।

কদিন পরে গিলে নেবে মাটি আমার দেহ,
ভুলে যাবে নামটি সবে পুঁছবে নাতো কেহ।
মাটির পরে যা কিছুটা শুধুই পুণ্য স্মৃতি,
রাখবে আমায় স্মরণ পরে গাইবে আমার গীতি।

অশরীরি আত্না যদি পারত এসে কাছে,
চাইত শুধু জানতে আজি প্রিয়া কেমন আছে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:১১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতা ভালো বুঝি না। তারপরও খারাপ লাগে নি।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:২৫

খান ইখতিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:১৮

স্ব বর্ন বলেছেন: সুন্দর কবিতা ....মুগ্ধতা নিয়ে পড়লাম।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:২৫

খান ইখতিয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।

৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

৩১ শে মে, ২০১৮ রাত ১২:২৭

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো হয়েছে। অনেক কবিতার মত কঠিন নয়

৩১ শে মে, ২০১৮ রাত ১২:২৮

খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.