![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
সবাই আসে ভোগ বিলাসে
দাঁত খেলিয়ে রঙ্গিন হাসে,
তোষামোদি হাওয়ায় ভাসে
বলে সবাই 'বাহ'।
কে আছো ভাই দুঃখ ক্লেশে
পিঠে তোমার হাত পরশে,
একটু হাসি কষ্ট শেষে
বলবে মিলে 'আহ'।
সুখের সাথী সব তো জানা,
কেউবা সাথী কেউবা তা-না।
দুঃখেও যে রয় যে পাশে
থাকে সারাক্ষণ,
সেইতো তোমার আসল সাথী
সেইতো আপনজন।
৩১ শে মে, ২০১৮ রাত ১২:২৪
খান ইখতিয়ার বলেছেন: আসলেই তা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯
আবু আফিয়া বলেছেন: আসলেই তাই,
চমৎকার কবিতা, ধন্যবাদ
৩১ শে মে, ২০১৮ রাত ১২:২৫
খান ইখতিয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩১ শে মে, ২০১৮ রাত ১২:২৫
খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ।
৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮
কাইকর বলেছেন: ভাল লিখেছেন
৩১ শে মে, ২০১৮ রাত ১২:২৬
খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ।
৫| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০
মোছাব্বিরুল হক বলেছেন: স্বার্থের বলয়ে আবদ্ধ এই পৃথিবীতে মানুষকে চেনা সবচেয়ে শক্ত কাজ। আশপাশের অনেককেই দেখে আপন মনে হয় কিন্তু স্বার্থ শেষ হলেই বুঝা যায় বুঝতে ভুল হয়ে গেল।
ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
৩১ শে মে, ২০১৮ রাত ১২:২৬
খান ইখতিয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: কে আপন আর কে পর তা বিপদে বোঝা যায়।
ভাল হয়েছে।
+++++