![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।
সংকর চাল সংকর আলু
খেতেও মজার দেখতেও ভালো
পুষ্টি কিন্তু সবকিছুতে আগেকার মতো নেই,
সবকিছুতেই সংকরায়ন বেড়েছে ধেই ধেই।
সংকর মাছ সংকর গাছ
সংস্কৃতি ও সংকর নাচ
শিক্ষাক্ষেত্রে সংকরায়নে ছাত্রের মাথা ভারী,
বিনোদনের ঐ সংকর দেখে হাসবো না কেঁদে মরি।
সংকর দল সংকর ধারা
নীতি আদর্শ আজ খাঁচা ভরা
সংকর নেতা নানান রকম বুলি আওড়ায় মিষ্ট,
দেশপ্রেম আর নীতি আদর্শ চারদিকে হয় পিষ্ট।
সংকর শিশু সংকর ঘর
প্রীতির বাঁধন করে নড়চড়
বেড়ে উঠে এক ক্লীব ধারণার প্রজন্ম সংকর,
জানেনা তো এই ভ্রমনের পরে কোন কালো গহবর।
চারদিকে আজ সংকরায়ন বাড়ছে দেদার নিত্য,
সংকর কিছু দুষ্ট প্রাণিতে মিথ্যেকে করে সত্য।
নীতি আদর্শে সংকরায়ন মানা নাহি যায় কভু,
মানবতাও প্রভাবের চাপে সংকর হয় তবু।
২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: শংকর বানানটি ঠিক মনে পড়ছে না।
সংকর না শংকর?
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯
খান ইখতিয়ার বলেছেন: "সংকর" এই বানানেই তো দেখতে পাচ্ছি, দাদা।
৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৯
ফেনা বলেছেন: আসলেই আমাদের চারপাশে এখন সব কিছুই শংকর।
সুন্দর উপস্থাপন।
ভাল লাগল।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৬
খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ
৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪
খান ইখতিয়ার বলেছেন: ধন্যবাদ
৫| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫
খান ইখতিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৮
সনেট কবি বলেছেন: আ হা হা আমার পরিচিত কয় জনের নাম সংকর! তারা কি মনে করবে?
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫
খান ইখতিয়ার বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০
বিজন রয় বলেছেন: আমরাও কিন্ত শংকর।
আমাদের পূর্বপুরুষ কারা জানেন তো।