নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারী

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

খান ইখতিয়ার

আমার প্রিয় শিক্ষক কবিয়াল এস,এম, নুরুল আলম (মরহুম) বলতেন,'অখ্যাত থেক তবু কুখ্যাত হয়োনা'। আমি আমার এই সাধাসিধে জীবনে এই শিক্ষাটুকু পরম ভক্তির সাথে মেনে চলার চেষ্টা করি।

খান ইখতিয়ার › বিস্তারিত পোস্টঃ

সেলফি রঙ্গ

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১১

বন্ধুরে তুই কতোদিন পর
আসলি আমার আঙ্গিনায়,
কাঁধের উপর হাতটি রেখে
তোর যে একটা 'সেলফি' চাই।

হাটতে গিয়ে গাছতলাতে
দেখলাম এক ময়না,
ময়নার সাথে 'সেলফি' ছাড়া
যাত্রা যে পুরা হয়না।

রেস্তোরাতে নাস্তা করি
পরোটা আর ভাজি,
'সেলফি' তুলি অন্য হাতে
অনেক কাজের কাজী।

তাওয়াফ করি বাইতুল্লাহর
ক্ষমা ও দয়া পেতে,
ভুলিনা যে কা'বার সাথে
'সেলফি' একটা নিতে।

দশ টাকা দেই ভিক্ষুকেরে
দাঁত খেলানো হাসি,
যে যাই বলুক- যে যাই ভাবুক
'সেলফি' হয়না বাসি।

ত্রান বিলাতে নেতার ভীড়ে
উঁকি দিলাম পিছে,
লাইন ধরা ঐ 'সেলফি'তে যেন
বাদ না পড়ি পাছে।

ঠোঁট বাঁকানো গাল ফুলানো
নানা ভাবের ছবি,
'সেলফি' কারো নেশা এখন
আবার কারো হবি।

সুখ দুঃখ কান্না হাসি
বাঁধি 'সেলফি' ফ্রেমে,
প্রযুক্তিও পসড়াতে তার
মত্ত 'সেলফি' প্রেমে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

খান ইখতিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

আল আমিন সেতু বলেছেন: সেলফি এক টা মানসিক রোগ ।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

খান ইখতিয়ার বলেছেন: সহমত,
মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫১

অচেনা হৃদি বলেছেন: সেলফি!

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০

খান ইখতিয়ার বলেছেন: হুম

৪| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হায়রে সেলফি,
সেই তো আসলি তবে
সময় কালে আসলিনা,
বুড়ো বয়সের সেলফি
দেখলে নির্ঘাৎ ভয় পাবে
যাদের উদ্দেশ্যে সেলফি !!

হায়রে সেলফি,
সেই তো আসলি তবে
সময় কালে আসলিনা,
বুড়ো বয়সের সেলফি
দেখলে নির্ঘাৎ ভয় পাবে
যাদের উদ্দেশ্যে সেলফি !!

ছড়া কিন্তু ফাঁটাফাঁটি হয়েছে




০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

খান ইখতিয়ার বলেছেন: বুড়োকালে এলেও তবু
সেলফি হয়না বুড়ো,
ধন্যবাদ আর একি সাথে
সালাম রইলো গুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.