| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর সাথে থাকি তোর সাথে খাই তোর সাথে করি ঘর
তুই কি আমার কেউ নও? আমি কি শুধুই তোর বর?
তোর সাথে খাই তোর সাথে থাকি তোর সাথেই বসবাস
তোর সাথেই যে ঝগড়া-ঝাটি খুনসুটি বারোমাস
তোর সাথেই মান-অভিমান তোর সাথেই কাঁদি হাসি
তোর সাথেই যতো আদর আবদার তোর সাথেই শুই
আপনি বলি তুমি বলি আবার কখনো বলি তুই
আমিই যে তোর বাঁধা চাষী চাষ করি তোর ভূঁই
আমার যে আর ভূঁই নেই তোর জমি করি চাষ
তুই যে আমার একজনই জমিদার একমাত্র মালকিন
তোর সাথেই কাঁটে আমার এইসব রাত্রিদিন
সেই তোর জন্মদিনে এক ট্রাক গোলাপ
আরো দেই এক জীবনের ভালোবাসা সন্তাপ
তোর সাথেই যতো পাপপূন্য তোর সাথেই সম্পদশুন্য, আমাদেরকাঁদাহাঁসি জন্মদিনে তোকেই বলি ভালোবাসি ভালোবাসি।।
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
মাতাল গদ্য মাতাল পদ্য বলেছেন: শায়মা,
আপনার চমৎকার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|
৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:০৫
সিগনেচার নসিব বলেছেন: অভিনন্দন ভাইয়া । একরাশ শুভেচ্ছা পাঠালাম
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
মাতাল গদ্য মাতাল পদ্য বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা ও অভিনন্দন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯
মাতাল গদ্য মাতাল পদ্য বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৩
শায়মা বলেছেন: বাহ বাহ ভাইয়া!!!!!!!
তোমার সাথে সাথে তাকেও জনমদিনের শুভেচ্ছা আর ভালোবাসা!!!