![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু হোল বাঙালির শোকের মাস। আগষ্ট এলেই ভয়ে ভয়ে থাকি। আগষ্ট এবার কাকে নিয়ে যাবে? স্বাভাবিক বা অস্বাভাবিক ভাবে! একে একে এই আগষ্ট কেড়ে নিয়েছে বাঙালির সেরাদের। এই আগষ্ট বাঙালির জন্য শুধু শোকের মাসই নয়, এই মাস বিশ্বব্যাপী সন্ত্রাস আর সভ্যতার সংকটের মাসও। :আগষ্ট ০৬, ১৯৪৬ সালঃ জাপানের হিরোসিমায় আণবিক বোমা ফেলে লাখ লাখ মানুষের হত্যার মধ্য দিয়েই আমেরিকানরা শুরু করেছিলো বিশ্বব্যাপী সন্ত্রাস আর সভ্যতার সংকটের অশুভ যাত্রা। :আগষ্ট ০৭, ১৯৪১ সালঃ বাঙলা বাইশে শ্রাবণ, বাঙালিকে যিনি বিশ্ব দরবারে মাথা উঁচু করে সম্মানের আসনে বসিয়েছিলেন সেই বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথের তিরোধান। :আগষ্ট ০৮, ১৯৪৫ সালঃ জাপানের নাগাসাকিতে আমেরিকানদের আবারো লাখ লাখ মানুষ হত্যার বর্বরতা। :আগষ্ট ১১, ১৯০৮ সালঃ দেশপ্রেমিক ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর করে সাম্রাজ্যবাদী বৃটিশ সরকার। :আগষ্ট ১১, ১৯৭১ সালঃ পাকিস্তানের কারাগারে বন্দি বাঙালির স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের তথাকথিত বিচারের প্রহসন শুরু। :আগষ্ট ১২, ২০০৪ সালঃ বরণ্য কবি হুমায়ুন আজাদের তিরোধান।
:আগষ্ট ১৩, ২০১১ সালঃ বরণ্যে চলচিত্রকার তারেক মাসুদ ও বরণ্য সাংবাদিক মিশুক মুনিরের সড়ক দুর্ঘটনায় মৃত্যু।
:আগষ্ট ১৫, ১৯৭৫ সালঃ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা। বঙ্গবন্ধুর শাহাদত। :আগষ্ট ১৬, ১৮৮৬ সালঃ রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যু। :আগষ্ট ১৭, ২০০৬ সালঃ কবিতার বরপুত্র আমাদের স্বাধীনতার কবি শামসুর রাহমানের তিরোধান। :আগষ্ট ১৮, ১৯৬৯ সালঃ সাহিত্যিক সাংবাদিক মাওলানা আকরাম খাঁ এর মৃত্যু। :আগষ্ট ১৮, ১৯৬৯ সালঃ সাহিত্যিক রাজনীতিক হুমায়ুন কবিরের মৃত্যু। :আগষ্ট ১৮, ১৯৪৫ সালঃ নেতাজী সুবাস চন্দ্র বসুর নিখোজ হবার দিন। :আগষ্ট ১৯, ১৯৯৩ সালঃ অভিনেতা উৎপল দত্তের মৃত্যু। :আগষ্ট ২০, ১৯৮৬ সালঃ প্রগতিশীল রাজনীতিক মাওলানা আবদুর রশিদ তর্কবাগিশের মৃত্যু। :আগষ্ট ২০, ১৯৭১ সালঃ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফ্টানেন্ট মতিউর রহমানের শাহাদত। :আগষ্ট ২১, ২০০৪ সালঃ বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু কন্যা প্রাণে বাঁচলেও ২৪ জন নেতা কর্মীর মৃত্যু। :আগষ্ট ২১, ১৬১৬ সালঃ বাংলার বারোভূইয়ার নেতা ইসা খাঁ এর মৃত্যু। :আগষ্ট ২৩, ১৯৮৭ সালঃ কবি, অনুবাদক, সম্পাদক সমর সেনের মৃত্যু। :আগষ্ট ২৪, ১৯৮৮ সালঃ সাহিত্যিক সাংবাদিক আবু জাফর শামসুদ্দিনের মৃত্যু। :আগষ্ট ২৭, ১৯৭৬ সালঃ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু।
©somewhere in net ltd.