![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেক মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অপূর্ণতা নামক রোগে ভুগেন।মানুষের জীবন কখনোই পরিপূর্ণ নয়।তবে মানুষের জীবন শুধুমাত্র অপূর্ণতা দ্বারা পরিপূর্ণ।
মানব শিশু যখন জন্ম নেয় তখন সে চায় মায়ের স্নেহ।তার মা ও তাকে অনেক স্নেহ করেন।কিন্তু সে তার মায়ের আরও বেশী সংস্পর্শ।।এখান থেকেই মানব জীবনের অপুর্ণতার শুরু।
যখন খেলাধুলা বেশী করতে চাওয়া,তখন পড়ালেখার বাঁধা।আরেকটু বড় হওয়ার পর বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিতে চাওয়া কিন্তু সেখানেও বাধা।এরপর ভাল কিছুতে ক্যারিয়ার শুরু করতে চাওয়া কিন্তু সেখানেও বাঁধা।জীবনের শেষ মুহূর্তে এসেও আরেকটু বেশী বাচতে চাওয়ার ইচ্ছে।কিন্তু বিধাতার নির্মম পরিহাসের কারনেই মনে হয় মানুষের জীবন সকল চাওয়া অপূর্ণতায় পরিপূর্ণ।।
তবুও আমরা ছুটে চলি জীবনকে অূর্ণতায় পরিপূর্ণ করতে।কারণ এর নাম হল মানব জীবন!!!
(এট আমার অন্য ব্লগে প্রকাশিত)
©somewhere in net ltd.