![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক বছর ধরে আমাদের দেশে একটি কাজ খুব ভালভাবেই শুরু হয়েছে।আর তা হল অনুসরণ।এটাকে আবার কেউ কেউ নকল বলেও অবহিত করে চলেছেন।
আমরা প্রথমে ভারতের পোশাক অনুসরণ শুরু করি।কিন্তু তাতেও আমাদের তেমন গায়ে লাগেনা।এরপর আমাদের দেশের কিছু নাট্য পরিচালক ভারতের প্রতিদিনকার কুখাদ্যকে অনুসরণ করে তাদের মত করে ওনারাও কুখাদ্য বানানো শুরু করলেন।এ্ররপরও আমরা তেমনভাবে সচেতন হতে পারিনি আমাদের ঐতিহ্য রক্ষা্র্থে।
এরপর যখন ভারতের কা্টুন বইয়ের চাহিদা গত বই মেলায় ব্যাপকভাবে দেখা গিয়েছিল তাতে আমাদের টনক একটু নড়ে উঠেছিল।মনে আশাও জেগেছিল এবার মনে হয় ভারতীয় আগ্রাসন একটু কমবে।কিন্তু কোথায় কি!!কি কমবে,উল্টো মনে হতে লাগলো এ আগ্রাসন দিন দিন বৃদ্বি পাচ্ছে।
যার দরুন এখন আমরা এখন ধর্ষণও অনুসরণ করা শুরু করেছি(!!!)
তবে মোস্তফা সরওয়ার ফারুকি,রেদওয়ান রনি,ইফতেখার ফাহমি,অনিমেষ আইচদের মত পরিচালকেরা আছেন বলেই হয়ত কিছু নগণ্য মানুষ রয়েছেন যারা এখনও ভারতীয় অনুসরণের বিরুদ্ধে কথা বলতে পারছেন।।
©somewhere in net ltd.