নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন।

ক্ষুদ্র মস্তিস্ক

নিজেকে মানুষ মনে করি।

ক্ষুদ্র মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা নাকি বন্ধুত্ব ( ১ম ক্ষুদ্র প্রয়াস :| )

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

আজ ১৩ই ফেব্রুয়ারি।আগামিকালকের দিনটির জন্যে আকাশ অনেক চিন্তা ভাবনা করে রাখছে।যে করেই হোক কাল সে নিলিমাকে সে তার মনের কথা বলবেই।

নিলিমা তার ক্লাস ফ্রেন্ড।প্রথম ক্লাসের দিন আকাশের সাথে নিলিমার সাথে পরিচয়।পরিচয়টা খুব অদ্ভুতভাবেই হয়েছিল।

ভার্সিটির প্রথম ক্লাস কিন্তু আকাশের মন টানছিল না ভার্সিটি যেতে।তার কোন বন্ধু তার মত অকর্মা না।তার সব বন্ধু বিভিন্ন সরকারি ভাসিটিতে ভর্তি হতে পারছে কিন্তু সে পারেনি।যার জন্যে আজ সে যে ভাসিটির ছাত্র সে ভার্সিটির প্রথম ক্লাস হওয়া সত্তেও যেতে ইচ্ছে হচ্ছিল না।কিন্তু শেষ পর্যন্ত অনিচ্ছা সত্তেও গিয়েছিল।সেদিন যদি না যেত তাহলে হয়ত নিলিমার মত মিষ্টি মেয়ের সাথে পরিচয় হত না।

ক্লাসে ঢুকতেই নিলিমাকে তার চোখে লেগে যায়।আকাশ নিলিমার পাশে গিয়ে বসে পড়ে।আর নিলিমা তার দিকে তাকিয়ে একটি ভুবন জুড়ানো হাঁসি দেয়,আর আকাশ বিনিময়ে তার আবালীয় মার্কা হাঁসি দেয়।:|:|

এরপর তাদের মাঝে হালকা কথা বিনিময় হল। এখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব।নিলিমার ও কোন পুর্ব পরিচিত বন্ধু না থাকায় তাদের বন্ধুত্ব ভালোভাবেই হয়ে যায়।

সময় গড়িয়ে আজ তাদের বন্ধুত্ব তিন বছরে।তিন বছর তাদের খুব দারুনভাবেই গিয়েছে।আর নিলিমাও প্রেমের বহু প্রস্তাব পেয়েছে।কিন্তু আকাশ আজও নিলিমাকে তার ভালো লাগার কথা বলতে পারেনি।তার ভয় হয় যদি বন্ধুত্ব নষ্ট হয়।কিন্তু সবশেষ আজ সন্ধ্যায় সে সিদ্ধান্ত নেয় যে করে হোক সে কাল বলবে।

১৪ই ফেব্রুয়ারি।গত তিন বছরের মত এই বছরও নিলিমা আকাশের সাথে ঘুরতে বের হয়েছে।কিন্তু আকাশকে তার আজ অন্য রকম লাগছে।কেমন যেন অন্য মনস্ক সে।



আকাশ ও নিলিমা পার্কে বসে আছে।নিলিমা কাঁদছে।এটি কষ্টের কিংবা সুখের কান্না নয়।এযে ভালোবাসার কান্না।আজ তিন বছরের অপেক্ষার পর সে আকাশের মুখে তার মনের কথা শুনেছে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.