নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন।

ক্ষুদ্র মস্তিস্ক

নিজেকে মানুষ মনে করি।

ক্ষুদ্র মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু কথা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

আমি নাস্তিক কিংবা ছাগু

নয়।আমি ইসলাম ধর্মের

নীতিগুলোতে বিশ্বাসী। ধর্ম নিয়ে কথা বললে ছাগু

আর শাহবাগ

নিয়ে কথা বললে নাস্তিক

তাই একথা বললাম!!! আমাদের দেশের শতকরা ৯০

জন মুসলমান।তাই

এদেশে বাম দলগুলোর

রাজ্নৈতিক অধিকার ও

নিষিদ্ধ করা উচিত।

যদি না হয় তবে তাদের কারণে ইসলাম ধর্মের উপর

একটি হুমকি থেকেই

যাবে যদি শুধুমাত্র

জামাতকে নিষিদ্ধ

করা হয়। গত পরশুদিন

মসজিদে কে আগুন দিলো????

আপনার কি মনে হয়

কোনো ইসলামি দল আগুন

দিয়েছে??আমার তা মনে হয়

না। আচ্ছা তারপর ও ধরে নিলাম

তারা দিয়েছে।

তাহলে বলুন কেনো আগুন

দিয়েছে???

আপনার জানা উচ







িত টিয়ার

শেলের প্রভাব কমানর জন্যে আগুন ধরান হয়েছিল

সেখানে।



আপনার কি মনে হয় জামাত শিবির রাজনীতিতে এতই কাচা?তারা এই বিপদের সময় আমার জাতীয় পতাকা আগুন দিয়ে পোড়াবে?আমার তা মনে হয় না।আচ্ছা ধরে নিলাম তারা করেছে।যদি তারা এই গর্হিত কাজ করেই থাকে তাহলে তারা কিভাবে গত ৩০-৩২ বছর রাজনীতি করে এখ্ন টিকে আছে??



ভাবছেন আমি ছাগু??তাহলে শুনুন গত শুক্রবারের কথা।সেদিন জামাত শিবির তাদের মুল অস্ত্র ধর্মকে ব্যবহার করে গত শুক্রবার সাধারন মানুষকে উষ্কে দিয়েছিল।



না জেনে বলছিনা এসব ক্থা।এক্জন প্রত্য্ক্খদর্শী হিসেবে বলছি।



সবকিছুই করা হয়েছে জামাত আর নাস্তিকদের পরিকল্পনা অনুযায়ী।



দেশকে সংঘাত থেকে বাচাতে এগিয়ে আসুন।

আবারো বলছি আমি ছাগু

কিংবা নাস্তিক নয়।

আমি মুসলিম।আমি ৭১ এর সব

রাজাকারদের ফাসি চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

বোকামন বলেছেন: হূম....

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: আপনার কি মনে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.