নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন।

ক্ষুদ্র মস্তিস্ক

নিজেকে মানুষ মনে করি।

ক্ষুদ্র মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের মহান গোডমিনঘণ :|

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

অতীতের বিভিন্ন সময়ে বিভিন্ন বিশিষ্ট (!!) মানুষ বিভিন্ন ধরণের পেজের লাইক ভিক্ষা চাওয়ার কারণে বিভিন্ন পেজের এডমিনদের ১৪ পুরুষের ইতিহাস উদ্ধার ও ১৪ পুরুষের ভবিষ্যৎ লিখার করার পাশাপাশি গোস্কার (গরুর বর্জ্য পদার্থের তৈরী অস্কার) প্রাপ্ত এডমিনদের বিভিন্ন প্রকৃতি ও আকৃতির বাঁশ উপহার দিয়েছেন।।কিন্তু জৈব পদার্থের মস্তিষ্কবিশিষ্ট এডমিনগুলো এই সকল বাঁশ গায়ে না লাগিয়ে জায়গা বরাবর(!!!) লাগিয়ে বসে আছে।।মাঝে মাঝে এই সকল বাঁশ শুধুমাত্র নিজেদের যথাস্থানে লাগিয়ে না বসে থেকে তাদের ১৪ পুরুষের যথাস্তানে লাগাতে ব্যস্ত।।

সেদিন দেখলাম এক গোস্কার প্রাপ্ত এডমিন বলছে 'একটি মাত্র লাইক চাইছি।লাইক দিলে আপনার কোন ক্ষতি হবে না বরং একটি মানুষের উপকার হবে।'আমি বলি কি উপকার হবে??গোডমিন (গো+এডমিন) বলে আমার পেজের ফ্যান বাড়বে।।আমি বলি MB কি তোর বাপে দিয়ে যায় মডেমে??

আবার আজ দেখলাম আরেক গোডমিন বলছে 'ভাই আমার পেজে একটি লাইক দিলে উপকৃত হব।আপনাদের ছাড়া একা একা পেজ চালাতে কষ্ট হয়।'আমার এই নরম(!!) দিলে কথাখান খুব মনে ধরল।পেজে গেলাম।গিয়াতো আমি পুরাই টাস্কিত।।পেজ খুলছে মাত্র ৩ দিন!!!!তাও আবার প্যান ৬৩ জন।।এই আবালরে পেজ খুইলা কষ্ট করতে কে বলছে?হাইরে গোডমিন গরুর আর কাকের ইয়ে ছাড়া তোদের মাথায় তৃতীয় কোন পদার্থ নেই?

আবার কিছুদিন আগে একটি পেজের লাইক ভিক্ষা চাওয়া হত দেখতাম ১৮+ ছবি দিয়ে।কিন্তু এখন দেখি নামে ১৮+ রয়ে গেছে আর ছবি দিচ্ছে ধর্ম নিয়ে।।কতটা গোবর মাথায় থাকলে এমন কর্ম কেউ করে।।

সত্যই গোডমিন তোমরা যোগ্য গোস্কার পাওয়ার।কারণ কিছু জিনিষ কখনোই সোজা হয় ন।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.