![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে অন্ধকার।বাতাসে কেমন যেন ভ্যাপসা একটি গন্ধ।বিকেল হতে শুরু হওয়া বৃষ্টি কিছুক্ষন আগে বন্ধ হয়েছে।বিকেলে ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি নেমে রুম্মনের সন্ধ্যাটা বিষাদময় করে তুলেছে।সন্ধ্যে ৭:০০ টার দিকে তার মিনির জন্মদিনে যাওয়ার কথা ছিল।মিনি তার সবচেয়ে ছোট ছাত্রী।ছাত্রী বললে ভুল হবে।মিনি তার হারিয়ে যাওয়া সেই ছোট বোনের মত।
কাকতালিয়ভাবে তার ছোট বোন রুমি যে তারিখে হারিয়ে গিয়েছিল ঠিক সেই একই তারিখ জন্মেছিল এই মিনি।তাই মিনির প্রতি জন্মদিনে উপস্থিত থেকে তার ছোট বোন রুমির হারিয়ে যাওয়া ভুলে থাকতে চেষ্টা করে।
কিন্তু সৃস্টিকর্তা বোধহয় তার আদরের বোনটিকে আজ ভুলে থাকতে দিতে চাচ্ছে না। কাল রাতে সপ্নে তার বোনের সেই শেষ মুহূর্তগুলো পুণরায় ভেসে উঠেছে।রুম্মন আজও জানেনা তার বোনটি কি রোগে আক্রান্ত হয়েছিল।ডাক্তাররা শত চেষ্টা করেও ধরতে পারেনি তার কি হয়েছিল।এমনি এক রাতে হঠাৎ করে রুমির পেটে ব্যথা আর রক্ত বমি শুরু হয়েছিল।এরপর হাসপাতালে নেয়ার পর ৩ দিনের দিন সবাইকে ছেড়ে সেই অজানা দূর দেশে হারিয়ে গেছে তার আদরের ছোট মনি।
রুম্মনের আজ জানতে ইচ্ছে করছে কেমন আছে তার আদরের ছোট মনি??
[এমনভাবে হইত কোন এক অজানা রোগে আক্রান্ত হয়ে শত রুম্মনের আদরের ছোট বোন হারিয়ে যায় অজানা দূর দেশে।কেউ জানতে চেষ্টা করে না কিভাবে হারিয়ে যায় এইসব রুমি???]
[বি;দ্র: Zombie নিয়ে লিখতে গিয়ে এটা কি লিখলাম নিজেই জানিনা]
©somewhere in net ltd.