নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন।

ক্ষুদ্র মস্তিস্ক

নিজেকে মানুষ মনে করি।

ক্ষুদ্র মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত দেশপ্রেম

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বাহ!!!

কি সুন্দর দেখা যাচ্ছে!!!আমার দেশ এগিয়ে যাচ্ছে।।

যার যখন যেভাবে যেকোন কারণে টানা ২৪ ঘন্টার চেয়ে বেশী হরতাল ডাকা যেন একটি ফ্যাশন হয়ে গেছে।।

দিন দিন বাক স্বাধীনতা যেমন বেড়ে গেছে ঠিক তেমনভাবে বেড়ে গেছে হরতাল স্বাধীনতা।।এরকম চলতে থাকলে ভবিষ্যতে সরকারি ছুটি বাতিল করে হরতাল ছুটি রাখতে হবে।।হরতাল ছুটির তারিখগুলোতে যেকোন দল যেকোন কারণে হরতাল ডাকতে হবে।।

হরতাল যদি দেশের উন্নতিতে অবদান রাখে তাহলে চলুন বছরে ৩৬৫ দিন হরতাল ডাকি।।

আপনারা সকলে যখন বাংলালিংক দামে দেশ প্রেম পান তখন এটুকু করা আপনাদের দেশ প্রেম প্রকাশের অন্যতম মাধ্যম।।।



হরতালের মত এমন ধ্বংসাত্মক কর্মসূচী যদি গনতান্ত্রিক অধিকার হয় তাহলে হরতালে ভাঙচুর কিংবা মানুষ হত্যাও গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।আপনারা হরতাল ডাকুন,মানুষ মারুন,আগুন জালান তাহলেই প্রমান হবে আপনারা দেশপ্রেমিক!!!!!!কারণ আপনারা গণতন্ত্রে বিশ্বাসী!!!!!

সরকারের কাছে প্রশ্ন আর হরতালের কারনে যদি দেশের ক্ষতিই হয়ে থাকে তবে কেন তা নিষিদ্ধ হচ্ছে না??নাকি আপনারাও দেশ দেশ প্রেম নীতিতে (!!!!!!) উদ্ভুদ্ধ???



এইচএচসি পরীক্ষার্থীদের বলছি কিছুই করার নাই।।পরিক্ষা ভালো কিংবা খারাপ যায় দাও না কেন কোন লাভ নাই সরকারের যেমন খুশি তেমনভাবে নাম্বার দিবে।।অনেকটা ক্লাস ১-২ এ থাকতে যেমন খুশি তেমন সাজো আরকি!!!!!যত ভালোই সাজাসাজি করা হোক না কেন পুরস্কার পাবে স্যার ম্যাডামের ইচ্ছে মত।।হোক সে পাগল কিংবা ছাগল!!!!!



অবশেষে একটা কথায় বলা যায় ''কিছু জিনিষ কখনোই সোজা হবে না''।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.