![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে বাধ্য হলাম বাংলাদেশের স্পট ফিক্সিং নিয়ে কথা বলতে।বাংলাদেশের ক্রিকেট বর্তমানে যে অবস্থানে এসেছে সে অবস্থানে আসার পিছনে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে আশরাফুলের নাম সবার উপরে থাকবে বলে আমার বিশ্বাস।বাংলাদেশের অনেক সংকটময় খেলাতে আশরাফুল একা জিতিয়ে নিয়ে আসছে।সেই আশরাফুল কিনা ২০০৪ সাল থেকে ফিক্সিং এর সাথে জড়িত।কতটা বিশ্বাসযোগ্য??আজ ৮ বছর পর ২০১৩ সালে এসে আইপিএল যুগে এসে শুনতে হচ্ছে আশরাফুলসহ বাংলাদেশ ক্রিকেটের কিছু নক্ষত্র ফিক্সিং এ জড়িত!!যেই আশরাফুল নাইকির মত কোম্পানীর সাথে ছিল কিছুদিন,কাউন্টি খেলেছে,আইপিএল খেলেছে,এছাড়াও অনেক দামি লীগ খেলেছে সেই আশরাফুল কিভাবে টাকার লোভে দেশকে বিক্রি করতে পারে???সেই আশরাফুল আবার কিছু সামাজিক উন্নয়নমূলক সংগঠনের সদস্য ও সভাপতি।।সে কিনা করবে ফিক্সিং!!!এখন প্রশ্ন জাগে মনে আশরাফুল ম্যাচ ফিক্সিং করল নাকি ম্যাচ আশরাফুলকে ফিক্সিং করছে???আমার দেশে ভালো মানুষের
যখন ক্রিকেটবোদ্ধাদের কেউ কেউ বলছে আশরাফুল থেকে বাংলাদেশের আরও অনেক ভাল কিছু পাওয়ার আছে।যার আভাস এই বিপিএলে আশরাফুলের সেঞ্চুরি।অথচ এমন সময়ে আইপিএলের ফিক্সিং প্রকট আকারে ধরা পড়ার পরে আশরাফুলের দিকে ফিক্সিং এর আঙ্গুল তোলা হল।আর আমাদের বোকা মিডিয়া বরাবরের মত এবারও বোকামির পরিচয় দিল নিজেদের চালাক বানাতে গিয়ে।
আইসিসি হল ভারতের পোষা ভৃত্য।ভারত যা বলে আইসিসি তা করে।ভারতের কথার উপরে আইসিসি কোন কথা বলে না।আইপিএলের ফিক্সিং প্রকাশ পায় দ্বিতীয় আসর থেকে কিন্তু তা বারবার ধামা-চাপা পড়ে গেছে।কিন্তু এবারের আইপিএলে তা ব্যাপকভাবে জনসম্মুখে চলে আসে।এমন অবস্থায় হঠাৎ করে বিপিএলের ৪ মাস পর আকসু আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করে বিপিএলে ফিক্সিং সন্দেহে।এতে কি মনে হয় না আইপিএলকে বাঁচিয়ে বিপিএলকে ধ্বংসের চেষ্টা??কিংবা আইপিএল বন্ধ হলে যাতে বিপিএল না চলে সে চেষ্টা???ভারত যে কখনোই আমাদের উন্নতি চায় না তা অজ পাড়া গাঁয়ের কৃষকের গোয়াল ঘরে থাকা বলদটিও বুঝে কেবল আমাদের মিডিয়া বুঝে না।
আশরাফুল যদি ফিক্সিং করেই থাকে তবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।কিন্তু এর জন্যে শুধু তার মুখের জবানবন্দি যথেষ্ট নয়।তার একার চেষ্টায় একটা খেলাও ফিক্সিং করা সম্ভব নয়।ফিক্সিং এর পিছনের কারন,কে ছিল তার সাথে,সে কি সত্য জবানবন্ধি দিয়েছে নাকি এক ধরণের অভিমান থেকে বলেছে এসব।কারন তার বিরুদ্ধে সব সময় কোন না কোন ষড়যন্ত্র চলে আসছে।আরেকটা জিনিষ মাথায় রাখা দরকার ঢাকা গ্ল্যাডিয়েটরস এর দলে সবচেয়ে বেশী নামকরা বিদেশী খেলোয়াড় খেলেছে।
আমার আশা,সমস্ত বাংলাদেশী ক্রিকেট পাগলের আশা আমদের ক্রিকেটার ক্রিকেটের কালদিকটার দিকে পা বাড়াবেনা।।বাড়িয়ে থাকলেও যাতে আর বেশী অন্ধকারে যেতে না পারে সেই প্রার্থনা করি।।
২| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩
ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: পড়ে আসলাম।আশরাফুল এমন কাজ করেছে তা বিশ্বাস করার মত না।আমার মনে হয় সে পরিস্তিতির শিকার।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬
টানিম বলেছেন: পড়ে আসুন ।
আশরাফুলের সমস্যা মানসিক (একটু আপডেট আছে)