![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীতে মা কে নিয়ে যতটা লেখালেখি তুলনামূলক খুব কম লেখালেখি হয় বাবা কে নিয়ে।তার কারনটা কিন্তু বাবা কম আদর করে তা নয়।কারন হল এই মানুষটিকে আমরা খুব কম কাছে পাই।এই মানুষটি সব সময়েই মাকে বলছে আমাদের দেখে রাখতে আর নিজে চলে যাচ্ছে কর্মস্থলে আমাদের ভালো ভবিষ্যতের দিকে তাকিয়ে।।তাই কাছ থেকে দেখা হয়না বলে বাবা নিয়ে লেখা হয় না।বলা হয়ে উঠে না বাবা তোমাকে অনেক ভালবাসি।
বাবার হার্ট অ্যাটাক এর পর বাবার সাথে হাসপাতাল থাকাকালীন সময়ে বুঝতে পারছি বাবা কতটা ভালোবাসো তুমি আমাদের।আমার বাবার হার্ট অ্যাটাকের প্রধান কারন আমাদের নিয়ে চিন্তা।আমার বাবা স্বাস্থ্য সচেতন ব্যাক্তি।হার্ট অ্যাটাকের পর যখন ডাক্তার বলছেন আপনাকে কয়দিন রেস্টে থাকতে হবে তখন বাবা বলছে তিনি থাকবেনা।তার চিন্তা তার সাথে আমরা থাকছি বলে আমাদের সমস্যা হচ্ছে কিংবা পড়ালেখার ক্ষতি হচ্ছে।
বাইপাস অপারেশনের আগে অপারেশন থিয়েটারে ঢুকার আগে যখন বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল তখন বহু কষ্টে নিজেকে বিরত রেখেছি ডাক্তারের নিষেদের কারনে।এরপর তুমি থিয়েটারে ঢুকার পর বাথরুমে গিয়ে কেঁদেছি অনেক্ষন।প্রায় ২ দিন পর তোমাকে দেখছিলাম তখন খুব আনন্দ হচ্ছিল কারন বাইপাস সার্জারি খুব সুন্দর হয়েছিল।এরপর তোমার সুস্থ হয়ে বাসাতে আসা।আর সেই পুরনো ঝাড়ি খাওয়া।।
হাসপাতালে থাকাকালীন সময়ে সত্তই তোমার ঝড়িগুলো অনেক মিস করছি।এখন আর তোমার ঝাড়ি খেলে খেলে খারাপ লাগে না।তুমি না ঝাড়লে কে ঝাড়বে তোমার এই অধম পুত্রকে!!!
বাবা তোমাকে অনেক ভালোবাসি।সামনাসামনি বলতে গেলে পোলা হয়েও লজ্জায় লজ্জাবতী হয়ে যাবো!!!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
খেয়া ঘাট বলেছেন: আপনার বাবার সুস্বাস্থ্য কামনা করছি।
সংসারে বাবা হলেন বটবৃক্ষের ছায়া।