নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন।

ক্ষুদ্র মস্তিস্ক

নিজেকে মানুষ মনে করি।

ক্ষুদ্র মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

ফ্লাশ ব্যাক

২১ শে জুন, ২০১৩ রাত ৯:৩৮

সংসদে যা হচ্ছে তা স্বাভাবিকভাবে নেয়া উচিত।কারন আমরা সবকিছু কভুলে যাই। আমরা এর চেয়ে ভয়ানক বিষয় ও খুব সহজে ভুলে গিয়েছি,তাই এটা না ভোলার কোন প্রশ্ন আসে না।

চলুন পিছন থেকে ঘুরে আসি যা আমরা ভুলে গিয়েছি কিংবা ভুলে যাওয়ার পথে।

শুরু করা যাক কালো বিড়াল দিয়ে।রেলের কালো বিড়াল ধরার জন্যে খুব দাপটের সাথে এসেছিল সুরঞ্জিত।তিনি না ধরতে পারলেও তার এপিএস ওমর ফারুক ঠিকই ধরতে পেরেছিল।।কি খবর তার??ঐ রেল মামলার কি খবর???ভুলে গিয়েছি কি হয়েছিল!!!!!

হঠাৎ করে এক রাতে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি।সাহারা খাতুনের ৪৮ ঘন্টা এরপর মহিউদ্দিন খান আলমগিরের ১০ দিন মনে হয় আজ পার হয়নি।মাঝখানে এক মামলার আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।আসলেই কি তারা এই দম্পতির হত্যাকারী???কি দরকার জানার!!ভুলে গিয়ে অন্য কাজে নাচি!!!!

ইলিয়াস আলি।এইটার কথা কি বলব!!মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ইলিয়াস আলির বউকে শান্তনা দিয়ে বলেছিলেন উনি ব্যাপারটি দেখবেন।।মাননীয় প্রধানমন্ত্রী তার অনেক কাজের চাপ থাকায় ভুলে গিয়েছেন।।আর আমরা আম জনতা ভুলে গিয়েছি নানান ঘটনার চাপে!!!

এবার একটু গার্মেন্টসের দিকে চলুন।।বহুল আলোচিত তাজরীন গার্মেন্টসের মালিকের অবস্থা জানা না গেলেও জানা গিয়েছে আম জনতার মনের অবস্থা।জীবন্ত মানুষ জ্বলন্ত দেখে মনের করুন অবস্থা হয়েছিল তখন কিন্তু এখন??ভুলে গিয়েছি!!!

রানা প্লাজার সোহেল রানা,ঘটনাটা নাই যে জানা।।

এবার আসুন হলমার্ক আর ডেস্টিনির দিকে।এই দুই কোম্পানির মালিকের কি অবস্থা ঐটা জানার আগে বলুনতো তাদের টাকার অংকটা মনে আছে???থাক না পারলে বাদ দেন এই টাকা আমাদের জন্যে কিছু না!!!!

এবার আসুন কুকুরদের বিচার সম্পর্কে।।কি ভাই বুঝতে পারছেন কিসের বিচার??না পারলে বলি আরে ভাই এদের ভালো নাম হল রাজাকার।।তিন কুকুরের রায় হওয়ার পরও তাদের আপিল কিংবা রায় কার্যকরের কোনো খবর জানা আছে নাকি অল্পতেই তুষ্ট???



আমরা নতুনকে ভালোবাসি,

পুরাতনকে নয়।।

আমরা ভুলিতে ভালোবাসি,

মনে রাখতে নয়।।



উপরে কি পড়ছেন ঐটাও ভুলে যান।।মন্তব্য দিতে ভুইলেন না।।

;);)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪৭

আলাপচারী বলেছেন: আমরা ভুলোমন জাতিরে ভাই ভুলো মন জাতি। (লম্বা ভাওয়াইয়া টান হবে।)

সব কিছু ভুলে যাই, ক্ষুধা মোরে ভুলে নারে। (ডুগ ডুগি বাজবে।)

সোনার বাংলা আমার শ্মশান হয় রে। (সোনার বাংলা ছিল কবে ?, সহ গায়েনের কন্ঠে দ্বিতীয় অংশ)

সোনার মানুষ ধরা খায় রে কালো বিড়ালের কাছে। (এক তারা বাজবে।)

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:০০

ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: ভালো বলছেন ভাই।

৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:২২

আহলান বলেছেন: আমরা নাকি গোল্ড ফিশ মেমোরি জাতি, অতি সহজেই সব ভুলে যাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.