![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধখানা ভালপোলা, আধা মাস্তান আধখানা ভাংগা সুরে গায় আধা গান!
বাঙ্গালি উৎসব প্রেমি জাতি ... ছোট কোন উপলক্ষ পাইলেই সেইটার মাঝে একটা উৎসবের আমেজ নিয়া আসতে চায়। হোক না সেটা রবীন্দ্রসরবরে পিঠা মেলা অথবা মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট খেলা। সব কিছুর মধ্যেই থাকে একটা আনন্দ উৎসবের ভাব। কিন্তু এই আনন্দঘন পরিবেশে পানি ঢালার জন্য কিছু বেজন্মা পলাপাইন থাকে যাদের কার্যক্রমে সবাই ভুরু কুচকাইয়া তাকায় ...কিছু দিন আগে দেখলাম মিরপুর স্টেডিয়ামে দুইডা পোলা বাংলাদেশ বাদ দিয়া পাকিস্থানকে নিয়া লাফালাফি করতেসে !!!
এটা স্বাভাবিক যে মানুষ না বুঝে একটা খারাপ জিনিষকে সাপোর্ট দেয়। সবার দায়িত্ব তাদের কে বোঝানো যে ভাই তুমি যা বলতেসো তা ঠিক না। কিন্তু এই রাজাকার রূপ বেজন্মা পলাপাইনদের লজ্জা এতই কম যে তারা তাদের জাহির করার জন্য নিজের জাতীয়তা বিসর্জন দিতেও দ্বিধা বোধ করে না। নিচের ছবিটা দেখেন ...
মনে করবেন না যে এই পোস্টদাতার জন্ম পাকিস্থানের। বিস্বাস করেন ... এই ছেলের জন্ম বাংলাদেশে। এর বাবা মা উভয়ই বাংলাদেশের নাগরিক। জিবনেও সে পাকিস্থানে যায় নাই ...
কিন্তু তার প্রোফাইল পিকটা দেখেন ... সেখানে একটা পাকিস্থানের পতাকা। তার কথা গুলা দেখেন ... এবং তার পোস্টের শেষ মন্ত্যব্যটা দেখেন। আরেক জারজ পোলায় কি কয় ... ছিঃ !!!
বাংলা সন্তান হয়ে কিভাবে সে বলে "পাকিস্তান জিন্দাবাদ" ??? তার কি একবারও বুকটা কাপে নাই এক কথা লেখার সময় !!!
এইবার এইটা দেখেন ...
বুঝলাম তুমি পাকিস্তান কে সমর্থন কর, আফ্রিদি মেসবাহ তোমার প্রিয় খেলোয়ার কিন্তু নিজের দেশের সাথে খেলা হইলে তুমি কিভাবে নিজে দেশ বাদ দিয়ে অন্য একটা দেশকে সমর্থন কর ??? লজ্জা করে না এইটা বলতে ??? নাকি তুমি জারজ পোলা হওয়ার কারনে ওইটা তোমার বাপের দেশ তাই তুমি তার সমর্থন কর ???
বাংলাদেশের দল যতই খারাপ খেলুক তবুও আমরা তো আমাদের দেশের বিরুদ্ধে যেতে পারি না ... কিন্তু এই নফরমান পোলাপাইন গুলা নিজের দেশ বাদ দিয়া অন্য এক দেশরে সমর্থন করে।
এক পোলায় আমারে কয় " আপনি আযথাই Anti-পাকিস্থানের মত আচরণ করতেসেন"
এই পোলারে আমি কইলাম ... "ধর আজকে তোমার বাসায় এক লোক ঢুকে তোমার বাপরে খুন কইরা তোমার বোন আর মাকে রেপ করল। এখন কালকে যদি তার বিচার না হয় তবে কি তুমি তা সাথে anti আচরণ করবা নাকি তার সাথে কোলাকোলি কইরা বলবা ভাই আপনার পোলারা তো অনেক ভাল ক্রিকেট খেলে তাই আমি আপনাকে মাপ করে দিলাম এইবার আসেন পার্টি করি !!! "
তারপর ওই বেজন্মা কয় ভাই ... "ভাই খেলা আর পলিটিক্স এক কইরেন না"
ও হ্যা ... আমি তো ভুলেই গেসিলাম তোমাদের কথা আসেই একটা। তুমি একটা খেলার আমদের নিজ দেশ বাদ দিয়ে অন্য একটা দেশের পতাকা নিয়া লাফালাফি করবা আর বলবা খেলা আর পলিটিক্স এক না !!!
How ridicules!!!
নফরমানির শেষ কিছু ছিবি দেখেন ...
যাই হোক ... এই বেজন্মা মানুষ গুলার কথা শুরু করলে শেষ করা যাবে না। শুধু একটাই কথা বলতে চাই ... ভাই এই সব ভবিষ্যত আলবদর দের চিনে রাখুন। আমাদের সবার আশে পাশে তারা সর্বদা বিরাজমান।
এরাই আগামিতে দেশের শত্রু হিসেবে কাজ করবে। তারাই হবে আগামির আলসামস, আলবদর তথা রাজাকার !!!
এখন না হোক তবে ভবিষ্যতে যেন তাদের ভাল মত রুখে দেয়া যায় তার জন্য সচেষ্ট থাকুন
০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১১
মুনিম চৌধুরী বলেছেন: ক্যা ভাই ... কি অইসে ???
২| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: এদের কি করা উচিত সেটাই বুঝে উঠতে পারতেছিনা। একটা লেখা দিছি, পারলে দেইখেন
০৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫৪
মুনিম চৌধুরী বলেছেন: এদের থেকে সাবধানে থাকবেন ... যেন তারা তাদের জঘন্য চিন্তা ভাবনার মত কাজ না করতে পারে !!!
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৬
বাপ্পী হায়াত বলেছেন: ভাই কষ্ট কইরা ফেসবুকের লিন্কটা দেন - এগুলারে দৌড়ের উপ্রে রাখন দরকার
০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৯
মুনিম চৌধুরী বলেছেন: ভাই নাম দেইকখা খুজে নেন ... এদের প্রোফাইল খুজে লিঙ্ক বের করতেও ঘেন্না করে !!!
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩০
সেলুকাস বলেছেন: খানকির পুত দুইটার FB লিঙ্ক
Click This Link
Click This Link
১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪০
মুনিম চৌধুরী বলেছেন: বাহ ... বাইর কইরা ফালাইসেন দেখা যায় !!!
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
সতবাদী বলেছেন: ধন্যবাদ, আমার বন্ধু দেরও এটা মনে ধরেছে কিন্তু আপনার কাছে কি কোন কন্টাক্ট নাম্বার আছে শেরপুরের গাজনির......??? জানালে উপক্রিত হব। আবার ও ধন্যবাদ। View this link
১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৮
মুনিম চৌধুরী বলেছেন: শেরপুর জেলা শহর থেকে ২৪ কি.মি. দূরে গারো পাহারের পাদদেশে গড়ে তোলা হয়েছে গাজনি অবকাশ কেন্দ্র। এটি ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নে অবস্থিত।
ভাই ... এতটুকুই জানি। বহুত আগে এইখানে বেরাইতে গেসিলাম ...
একটা গেস্ট হাউসের নাম্বার আসেঃ ০৯৩১-৬১৫৭৫ (বর্ণালী গেস্ট হাউস)
৬| ১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১২
সতবাদী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনাকে কষ্ট দিলাম অনেক।
১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৮
মুনিম চৌধুরী বলেছেন: হ্যা ভাই ... কি আর কমু কম্পিউটার ডেস্কের উপরে লম্বা কইরা পা রাইখা চেয়ারে বইসা লেখা লেখি করা অনেক কষ্টের।
তার উপরে আপনার লেখা লিখতে বেশি কষ্ট হইসে ...
এত কষ্ট ঘুমানোর সময় বালিশের নিচে রাখমু না উপরে রাখমু হেইডা ভাবতাসি !!!
৭| ১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৮
অলস ঘোড়া বলেছেন: এরা পাকিস্তানের হাগু খেয়ে বড় হয়েছে ভাই ।
বাদ দেন ।
১৯৭১ এ দেশে অনেক রাজাকার ছিল । তাই না?
ওদের তো বংশধর আছে ।
১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪০
মুনিম চৌধুরী বলেছেন: জি ভাই ... হাসা কইসেন
ওই রাজাকার গুলা কিছু জারজ সন্তান পয়দা করে গেসিল ... এইগুলা হইলো সেই পোলাপাইন !!!
আপনাকে ধন্যবাদ ...
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৭
নষ্ট কবি বলেছেন: এই পোলাটারে মাইনাস
ধইরা জুতান উচিত