![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলাম বর্বর একটি জাতিকে মানবতা শিখিয়েছিল;অসভ্য একটি বেদুঈন জাতি কে কি তড়িৎ আলোকচ্ছটায় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিনত করেছিল!
আজ হতে ১৪৫০ বছর পূর্বে আবির্ভুত হয়েছিলেন(বিশ্ব নবী মুহাম্মদ স ) বিশ্বমানবতার মুক্তির বার্তা নিয়ে!পরমপ্রতিপালক এর কাছ থেকে নিয়ে এসে ছিলেন মুক্তির দিশারী কুরআনুল কারীম!যে জাতির হাতে তৈরি হয়েছিল মুক্তির সুবৃস্তৃত পথ, সেই জাতিই আজ পথ হারা!
বড় দু:স্বপ্নে ঘুম ভাঙ্গে আজ!এই বুঝি কোন এক আত্বঘাতক এর বোমার আঘাতে রক্তাত্ব হলো ধরা,এই বুঝি দায় চাপিয়ে দেওয়া হলো ইসলামকে "মৌলবাদী "আক্ষাদিয়ে ;এই বুঝি বিশেষ এক টুইট অথবা ভিডিও বার্তায় দায় স্বীকার করে নিল ইসলাম নাম সংযুক্ত কোন একটি সন্ত্রাসী সংগঠন!
একটি জাতির মাঝে কি সুকৌশলে আত্বকোন্দলের বিষ বুনে দেয়া হয়েছে তা আমরা সবাই জানি! আমরা জানি আমরা জাতি হিসেবে কতটা বিভক্ত!আমরা এও জানি আমাদের একতা কে দমাতে পারে এমন কোনো শক্তি আল্লাহর আরশের নিচে আর নাই!আমরা একই রবে বিশ্বাসী,একই রাসূল,একই পুস্তক কোরআন, তবুও কেন আমাদের মাঝে এত বিভক্তি?আসুন আমরা একহই,এক রবের অনুগ্রগে,এক নবীর দেখানো পথে,একটি কুরআন কে সঙ্গি করে!
আল্লাহ আমাদের এই দু:স্বময় কে মোকাবেলা করার তৌফিক দিন!
২| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
রাশেদ বিন জাফর বলেছেন: সহমত
৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
অন্ধকারের নক্ষত্র বলেছেন: ধন্যবাদ !রাশেদ এবং সজিব ভাই কে!
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
সজিব হাওলাদার বলেছেন: আমীন।