নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখতে চাই

শিখতে চাই

মুন্না তালুকদার

আমি একটা ভাল ছেলে

মুন্না তালুকদার › বিস্তারিত পোস্টঃ

হোক সাফল্যের সূর্যোদয়

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

অনেকদিন পর ইচ্ছে হল কিছু লিখি। আমি সামওয়্যারে আসলে তেমন কিছু লিখিনা। এত ভাল লেখার মাঝে আমার লেখার সাহস হয় না। সামওয়্যার নিস্প্রাণ বর্ণে গাথা জীবন্ত ইতিহাস। যার লেখা পড়তে বেশ ভাল লাগে। তাই ব্লগে নিয়মিত লেখা হয় না দেখা হয়। কিছুদিন যাবত আত্মপীড়নে ভুগছি। ভেতর থেকে একটা উৎপীড়ন তাড়া করছে। মনোযাতনা আর আত্মউৎপীড়ন নিয়েই লিখতে বসা।

তাপ,চাপ আর কর্মব্যস্ত পরিবেশে কেটে যাচ্ছে সময়। দেখতে দেখতে পার হল প্রবাস জীবনের (সংযুক্ত আরব আমিরাতের) চার বছর। গত চার বছরে অনেক কিছু দেখলাম, শিখলাম অভিজ্ঞতাও কম হলনা। গত এক বছর যাবত আরব আমিরতে বাংলাদেশী শ্রমিকদের ভিসা বন্দ। শুধু তাই নয় এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যাওয়া ( ভিসা বদলানো) সেটাও বন্ধ । অনেক বাংলাদেশী ভাল কাজের বা ভাল বেতনের কোন কাজের সন্ধান পেলেও সেখানে যেতে পারছেনা। যার ফলে আরব আমিরাতে অনেক বাংলাদেশীদের কষ্ট আর লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে প্রতিনিয়ত। ভিসা বন্দ হওয়ার কিছুদিন পর বিবিসি বাংলা থেকে বলা হয়েছিল তিন থেকে ছয় মাসের মধ্যে ভিসা (আরব আমিরাতের) ভিসা খুলবে। কিন্তু এক বছরেও ভিসা খোলা হয়নি। শুধুমাত্র ঘরোয়া কাজে নারী শ্রমিকদের ভিসা খোলা আছে। প্রবাসিদের কষ্টার্জির টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল ও বেগবান। প্রবাসিরদের এসব সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার কতটা আন্তরিক তাও প্রশ্নবিদ্ধ । বাংলাদেশ সরকার অনেক আশার বাণী শুনালেও তার কোন পদক্ষেপ বা বাস্তবায়ন নেই। এম্বেসীর কথা না হয় বাদ দিলাম। এখনো আশায় বুক বেঁধে আছি শীঘ্রই সকল সমস্যার সমাধান হবে আর হবে সাফল্যের সূর্যদোয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.