নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

সংবাদ শিরনাম

১৬ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫০



দুই জনের মৃত্যুর ধরন এক হলেও সংবাদ শিরনাম কেন আলাদা হলো সেটাই বুঝতে পারলাম না। একটা সংবাদের শিরনাম পড়লে বোঝা যায় একজন মারা গেছেন। এমন সংবাদ নিত্যই পাওয়া যায়। বিরল কিছু নয়। কিন্তু সংবাদটি পুরোটা পড়লে জানা যায় উনি আতœহত্যা করেছেন। স্বেচ্ছা মৃত্যু অনাকাক্ষিত। এটা ভিষন দুঃখেরও বটে। কিন্তু ব্যক্তি বিশেষে এই শিরনামের তাৎপয্য কি সেটাই বোঝা গেল না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



পৃথিবীতে কত কিছু আছে আমরা বুঝতে ব্যর্থ হয়ে গেছি।

২| ১৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪১

রানার ব্লগ বলেছেন: মানুষের ভেতর হতাশা বাড়ছে !!

৩| ১৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৯

নাহল তরকারি বলেছেন: মাইন্সের কত কষ্ট।

৪| ১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৮

ধুলো মেঘ বলেছেন: বাইডেনঃ তোমার নেক্সট প্ল্যান কি?
নেতানিয়াহুঃ নেক্সটে আমরা ৩০ হাজার প্যালেস্টাইনী মারবো আর একটা ছাগল মারবো।
গুতেরেসঃ প্যালেস্টাইনী মারবেন ঠিক আছে, কিন্তু ছাগলটা কি দোষ করল?

নেতানিয়াহুঃ দেখলেন তো বাইডেন, ৩০ হাজার প্যালেস্টাইনীর জীবনের দাম একটা ছাগলের চেয়েও কম! :D

৫| ১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: সংবাদ পত্র সব সময় চায়। এমন নিউজ করা হবে, যাতে ভিউ বাড়ে।

৬| ১৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

বিষাদ সময় বলেছেন: আমার কাছে এর মনে হয় একটা ব্যাখ্যা আছে-
সাদি মহম্মদ এর আত্মহত্যার পিছনে কারও হাত আছে এমন জানা যায়নি। তার সুনাম বা খ্যাতি আছে তাছাড়া তিনি অনেক গুনীজনের প্রিয়পাত্র তাই তার নামের সাথে "আত্মহত্যা" নামক নেতিবাচক শব্দটি জড়ানো হয়নি।

অপরদিকে জগন্নাথ কলেজের ঐ ছাত্রী কোন এক বখাটের হয়রনির জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আত্মহত্যা শব্দটিকে এখনে প্রয়োগের কারণ তার উপর করা অপরাধকে বা অপরাধীকে হাইলাইট করা।
ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৫

মুনতাসির বলেছেন: মনে হয় আপনার ব্যাখ্যাটাই বেশি যুক্তি পূর্ণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.